“আমার কারও প্রতি কোন অভিযোগ নেই,কাউকে দোষারোপও করব না…” প্রথমবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

Spread the love

“আমি কারও দিকে আঙুল তোলা বা কোনও কাদা ছোড়াছুড়ি হোক চাই না…” প্রথমবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা রায়।

টলিপাড়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী সুস্মিতা রায়। শুধু অভিনয় নয় বর্তমানে নিজের ব্যবসা শুরু করেছেন তিনি। এছাড়াও সমাজমাধ্যমে নিত্যদিনের ভ্লগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি।

তবে সম্প্রতি তিনি এবং তাঁর স্বামী সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী তাঁদের দীর্ঘদিনের বিবাহিত জীবনের পথচলায় ইতি জানিয়েছেন। অভিনেত্রীর জন্মদিনেই সামনে আসে তাঁদের বিবাহবিচ্ছেদের খবর। সোশ্যালমিডিয়া জুড়ে এখন ছড়িয়ে পড়েছে সেই খবর।

অনেকেরই দাবি,সুস্মিতা নাকি নতুন পেশায় যাওয়ার পর সব্যসাচীর সঙ্গে সংসার ভেঙ্গেছেন।

তবে এইসব জল্পনার মাঝে ডিভোর্স নিয়ে প্রথমবার এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানান,”এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দুজনে মিলে যে পোস্ট করেছি ওইটুকুই সকলকে বলতে চাই।

আমি কারও দিকে আঙুল তোলা বা কোনও কাদা ছোড়াছুড়ি হোক চাই না। আমার কারও প্রতি কোনও অভিযোগ নেই। কাউকে দোষারোপও করব না। এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। দুজন দুজনের এই সিদ্ধান্তকে সম্মান জানাই।”

Leave a Comment