‘কুটনি বৌদি’ ও ‘মোটা দাদা’র বিচ্ছেদ হচ্ছে। মন খারাপ সায়কের?
টলিপাড়ায় সায়ক ও সুস্মিতা অভিনয়ের পাশাপাশি তাঁদের জীবনের রোজনামচার খুঁটিনাটি,ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সামনে তুলে ধরেন। দেওর ও বৌদির এমন সম্পর্ক দেখে মুগ্ধ হতেন অনেকেই। এছাড়াও শাশুড়ি বৌমার সম্পর্কের রসায়ন মন কেড়েছিল তাঁদের অনুরাগীদের।
তবে মাঝে সায়কের সাথে তাঁর কুটনি বৌদির খুনসুটি সবাই খুব মিস করছিল। এক অনুরাগী সায়ককে জিজ্ঞেস করলে বেশ অসন্তুষ্ট হয়ে সায়ক জানিয়েছিল,”কুটনি বৌদিকে দেখতে হলে কুটনি বৌদির প্রোফাইলে যাও দেখতে পাবে।” যা থেকে অনুরাগীরা আভাস পেয়েছিল তাঁর ‘কুটনি বৌদি’ ও ‘মোটা দাদা’র বিচ্ছেদের খবর।
আজ সায়কের কুটনি বৌদির জন্মদিন। তাই বৌদির সাথে থাকা একটি সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন,”Happy Birthday সুস্মিতা তোকে আর কুটনি বৌদি বলে ডাকা হবেনা….খুব ভালো থাক”
