কেন এত দেরি হল ‘ধূমকেতু’র মুক্তিতে? রাণা সরকার নাকি রুক্মিণী? কার জন্য পিছোয় ‘ধূমকেতু’? খোলসা করলেন দেব📌
দীর্ঘ ৯ বছর পর,১৪ অগস্ট মুক্তি পেতে চলেছে বাংলার অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। নানারকম জটিলতার কারণে সেই সময় মুক্তি পায়নি ছবিটি। সম্প্রতি যদিও সব জটিলতা কাটিয়ে ছবি মুক্তির ঘোষণা করেছেন প্রযোজক রাণা সরকার ও দেব। এই ছবিতেই শেষবার জুটি বেঁধেছিল দেব-শুভশ্রী।
টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে রুক্মিণীও নাকি চাননি দেব-শুভশ্রীর সিনেমা হলে আসুক। আদৌ কি এই এই রটনা সত্যি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা দেবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন,”আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, আমাদের মধ্যে এই প্রফেশনাল প্রবলেম একেবারেই নেই। কেন ‘ধূমকেতু’ রিলিজ করবে,বা কেন ও জিতের সঙ্গে কাজ করবে… আমরা একে-অপরকে এটুকু স্পেস দিই।” অভিনেতা আরও জানান,ধূমকেতুর মহরতের দিন (যা হয় ২০১৫ সালের অক্টোবর মাসে) রুক্মিণীই সেই ব্যক্তি যিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিজের হাতে একটি শাড়ি উপহার দিয়েছিলেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের হয়ে। কারণ ধূমকেতুই হল দেবের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা। সমাজমাধ্যমে রুক্মিণী-শুভশ্রীর বেশকিছু ছবিও সম্প্রতি সামনে আসে। যেখানে দেখা যায় দুজনের বেশ গলায় গলায় ভাব।
তাহলে কেন ‘ধূমকেতু’ আটকে ছিল এতদিন? অভিনেতা জানান, রাণা সরকারের সঙ্গে এই ছবি নিয়ে তাঁর ঝামেলা লাগে। কারণ রাণা তাঁকে না জানিয়েই, ছবিতে অনবোর্ড করেছিল ভায়াকম ও জিও হটস্টারকে। সেই ঝামেলাও নাকি ২০১৯ সালেই মিটে যায়। তারপর আইনি লড়াই শুরু হয় ভায়াকম ও রাণার মধ্যে। দেবের কথা অনুযায়ী, বেশ একটা বড় অ্যামাউন্ট জন্য মামলা চলছিল। যাতে জিও হটস্টারও জুড়েছিল পরে এসে। দেব নিজে উদ্যোগ নিয়ে, মুম্বইতে পড়ে থেকে, থ্রি পার্টি এগ্রিমেন্ট বানিয়ে কেসটা সেটল করেছেন। আর তাই অগস্টে মুক্তি পাচ্ছে ধূমকেতু।