বলিউডের বড়পর্দায় ফের আসতে চলেছে ‘রামায়ণ’। এর আগেও একাধিকবার এই মহাকাব্য নিয়ে ছবি, অ্যানিমেটেড সিরিজ ও টেলিভিশনে ধারাবাহিক হয়েছে। তবে এবারে তা আরও বড় আকারে আসতে চলেছে।
তথ্য অনুসারে এটি বলিউডের সবথেকে হাই বাজেটের সিনেমা হতে চলেছে।
কিন্তু হঠাৎই ঘটেছে ছন্দপতন। সম্প্রতি সামনে আসে ছবির প্রথম ঝলক! তা মুক্তি পেতেই উঠেছে বিতর্ক। অভিনেতা রণবীর কাপুরকে রামচন্দ্র হিসেবে মানতে নারাজ নেটিজেনদের অধিকাংশ।
অভিনেতা বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ বিতর্কিত
বরাবরই। তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন বেশ কয়েকবার। কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে, কখনও বা তাঁর লাইফস্টাইল। কখনও বা নারীসঙ্গ আবার কখনও বা উঠেছে প্রেমে প্রতারণার অভিযোগ। উপরন্তু তাঁর একটি পুরানো ভিডিও নতুন করে ভাইরাল হতে শুরু করেছে, যেখানে তাঁকে বলতে শোনা যায়, তিনি গোমাংস ভক্ত। এর জেরেই অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ চড়েছে আমজনতার।
বিতর্কের সূত্রপাত তাঁর একটি পুরানো সাক্ষাৎকারের ভিডিও থেকে। বছর ১৫ আগের ওই সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হতে বর্তমানে তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে গোমাংস ভক্ষণের কথা বলায় নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছিল রণবীর কাপুরকে সেই সময়ও। এরপর ‘রামায়ণ’-এ ‘রাম’-এর চরিত্রে তাঁর নাম ঘোষণা হতেই নতুন করে আবারও শুরু হয়েছে বিতর্ক।
তবে প্রযোজক-পরিচালক মহল এখনও নিশ্চুপ। এত হাই বাজেটের ছবিতে মানুষের ধর্মের স্পর্শকাতর বিষয় নিয়ে ঝুঁকি নিতে রাজি হবেন কি না উঠছে প্রশ্ন।