Dev-Rukmini Marriage:অভিনেতা দেব কি তাহলে এবার সত্যিই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে?বৌভাতের অনুষ্ঠান বসবে ঘাটালে!

Spread the love

অভিনেতা দেব কি তাহলে এবার সত্যিই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে?বৌভাতের অনুষ্ঠান বসবে ঘাটালে।

প্রসঙ্গত সুপারস্টার দেব দীর্ঘ সময় ধরে প্রেম করছেন চুটিয়ে অভিনেত্রী রুক্মিণী মৈত্র’র সঙ্গে। তাঁর বিয়ে নিয়ে অনুরাগীদের বর্তমানে বেশ কৌতূহল।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা দেব’কে জিজ্ঞেস করা হয় তিনি কবে বিয়ে করছেন? প্রত্যুত্তরে যদিও তিনি সাংবাদিককে জানান “সাংবাদিকের বিয়ের আগেই তিনি বিয়ে করবেন”। ঘাটালে তাঁর বৌভাত বা রিসেপশনের আয়োজন হবে নাকি জিজ্ঞেস করতেই তিনি বলেন “ঘাটালের মানুষ কলকাতায় আসবেন বা কলকাতার মানুষ ঘাটালে যাবেন, তার থেকেই বড় কথা ঘাটালের মানুষের আশীর্বাদ তাঁর সাথে থাকলে তিনি ভালো থাকবেন। প্রত্যেকটা মানুষের শান্তিতে থাকা প্রয়োজন। বিয়ে করলে বৌকে নিয়ে তাঁকে ঘাটালে যেতেই হবে সেক্ষেত্রে তখন দেখা যাবে অনুষ্ঠানের বিষয়টা।”

এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে জেগেছে বেশ কৌতূহল। তাহলে কি সত্যিই অভিনেতা এবারে অবশেষে সাত পাকে বাঁধা পড়ছেন? তাঁর এই মন্তব্য কি তারই ইতিবাচক ইঙ্গিত!

Leave a Comment