Soumii Banerjee:”সংসার করতে ভালোবাসি,তবে এবার বুঝেছি নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি…”,ডিভোর্সের পর কি উপলব্ধি করলেন অভিনেত্রী সৌমি?

Spread the love

Soumii Banerjee:”সংসার করতে ভালবাসি, তবে এবার বুঝেছি,নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি…”,ডিভোর্স ও সেখান থেকে নিজেকে সামলে মেয়েকে নিয়ে একা লড়াই,এগিয়ে চলেছেন নতুন জীবনের পথে,কি বলছেন অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়?

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘মা দুর্গা’ ধারাবাহিক দিয়ে টেলিভিশনে পা রাখেন তিনি। আকাশ ৮-এর ‘প্রথম কদম ফুল’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনেত্রী জানান,”ভাল চরিত্র পেলে মুখ্য না হলেও সমস্যা নেই। চরিত্রটাই গুরুত্বপূর্ণ।”

অল্প বয়সেই বিয়ে করেন তিনি। তারপর মা হওয়া, পেয়েছিলেন সুখের সংসার। কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের সমীকরণ পাল্টে যায় তাঁদের। সম্প্রতি আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে অভিনেত্রীর। বিচ্ছেদের পর নিজেকে নতুন করে গড়ে তুলেছেন। নতুন করে সংসার সাজিয়েছেন,নিজের কেরিয়ার আর কন্যাসন্তানকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন নতুন জীবনের পথে।

আরও পড়ুন:Urfi Javed:ঠোঁট মুখ ফুলে একাকার,লিপ ফিলিং করাতে গিয়ে ভয়াবহ পরিণতি উরফির! তুমুল কটাক্ষ নেটপাড়ায়

অভিনেত্রী জানান,”সংসার করতে ভালবাসি, তবে এবার বুঝেছি,নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি। এত বছরের অভ্যেস, একটা মানুষ, একটা সংসার,তা থেকে বেরিয়ে আসাটা ভীষণ কঠিন। ভাগ্যিস আমার কাজগুলো ছিল, সারাদিন শ্যুটিং করে রাতে ঘুম হত। নয়তো মানসিক চাপটা আরও বাড়ত। মেয়ের দায়িত্ব তো প্রথম থেকেই আমার ওপর ছিল। শুধু এখন আইনিভাবে নিশ্চিত হলাম।”

মেয়েকে নিজের বাবা-মায়ের কাছেই রেখে কলকাতায় একা থাকছেন সৌমি, কারণ শুটিংয়ের প্রয়োজনেই শহরে তাঁর বসবাস। নিজের নতুন সংসার সাজিয়েছেন নিজের হাতে।

শুটিংয়ের প্রয়োজনেই মেয়ের থেকে দূরে। কষ্টও পান তিনি।
তবে মায়েদের দায়িত্ব নিয়ে তৈরি হওয়া গোঁড়া ধারণার বিরুদ্ধে নিজের মতামত জানিয়ে তিনি বলেন,”আমাদের মায়েরা নিজেদের জন্য ভাবতেন না। কিন্তু আমরা ভাবি। তাতে দোষ কোথায়?”

আরও পড়ুন:Writwik Mukherjee Controversy:অভিনেতার অন্তরঙ্গ মুহূর্তের কল রেকর্ডের ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে অকপট স্বীকারোক্তি অভিনেতা ঋত্বিকের

বিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামীর প্রতি কোনও তিক্ততা নেই তাঁর। তিনি জানান,”সবাই নিজস্ব সিদ্ধান্তে বিশ্বাসী। আমি শান্তি খুঁজি, তাই এই সিদ্ধান্ত।”

অতীতের সব পুরানো স্মৃতি মুছে ফেলে নিজের স্বপ্ন ও মেয়েকে নিয়ে জীবনের পথে এগিয়ে চলেছেন একাই।

আরও পড়ুন:Gourab Chatterjee:মহানায়কের উত্তরসূরি হওয়া সত্ত্বেও বাল্যবেলা কেটেছে বেশ দারিদ্রে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের!

Leave a Comment