Srabanti Chatterjee:বছর ঘুরতেই রাজনীতির রং বদল অভিনেত্রীর! ২১শে জুলাইয়ের মঞ্চে বসতেই তির্যক কণ্ঠে প্রতিবাদের ঝড় অভিনেত্রীর দিকে

Spread the love

Srabanti Chatterjee:বছর ঘুরতেই রাজনীতির রং বদল অভিনেত্রীর! ২১শে জুলাইয়ের মঞ্চে বসতেই তির্যক কণ্ঠে প্রতিবাদের ঝড় অভিনেত্রীর দিকে।

এবার বাংলা রজনীনীতিতে এক বিশেষ স্মরণীয় দিন ২১শে জুলাই। এই দিনটিকে বর্তমানের শাসক দল শহীদ দিবসের মান্যতা দেয়।

রাজনীতির ময়দানে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:Padman of Bengal Sobhan Mukherjee:Mamata shankar-এর মন্তব্যে হইচই,কী বলছেন ‘বাংলার প্যাডম্যান’ শোভন মুখোপাধ্যায়?

এই দিনটিতে উঠে আসে অনেক নতুন মুখ। যুব সমাজ থেকে অনুপ্রাণিত হয়ে উঠে আসে নতুন নতুন মুখ শহর কলকাতার প্রাণকেন্দ্র, ধর্মতলার মঞ্চে। রাজনীতির নবাগতা সদস্য হিসেবে যোগদান করেন অনেকেই।

তাঁদের মধ্যে তারকারা অন্যতম। এদিন বঙ্গ রাজনীতিতে তারকাদের উপস্থিতি থাকে প্রতিবারই চোখে পড়ার মতো। গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে ইঙ্গিত পাওয়া যায় সেদিন মঞ্চে উপস্থিত থাকা তারকারা আসন্ন ভোটের প্রার্থী হয়ে কোন না কোন কেন্দ্র থেকে শাসক দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।

আরও পড়ুন:Bangladesh Jet Crash:”আজ আমাদের কোনো হোমওয়ার্ক নেই! বুকটা ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে ধ্বংসস্তূপ থেকে শিশুদের আর্তনাদ ভেসে আসছে!” বিমান দুর্ঘটনায় দু চোখের পাতা এক করতে পারছেন না জয়া আহসান, চঞ্চল চৌধুরী

সম্প্রতি ২১শে জুলাই প্রতিবারের ন্যায় এবারেও বসেছিল তারকাদের চাঁদের হাট। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ লাভলি মৈত্র, জুন মালিয়া, সায়নী ঘোষ এর মতো তারকারা তেমনই উপস্থিত ছিলেন একঝাঁক টেলিসেলেবও।

কিন্তু এসবের মাঝেই চোখে এড়ালো না জনসাধারণের মঞ্চে উপস্থিত টলি অভিনেত্রী শ্রাবন্তি চ্যাটার্জির দিক থেকে। গতবার বিধানসভা নির্বাচনে তিনি বিরোধী দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিন্তু তাতে তিনি ব্যর্থ হয়েছিলেন কার্যত। তারপর তাঁকে দেখা যায়নি আর কোন রাজনৈতিক মঞ্চে।

আরও পড়ুন:Subhashree Ganguly:অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বিচারক হওয়ার যোগ্য কি না, তা নিয়ে চলছে বিস্তর চর্চা

কিছুদিন আগেই তাঁকে দেখা গেছিল বর্ষীয়ান রাজনীতিবিদ বিধায়ক কল্যাণ বন্দোপাধ্যায়ের সঙ্গে একটি মঞ্চ ভাগ করে নিতে। তারপরই সোজা ২১শে জুলাই এর মঞ্চে যোগদান অভিনেত্রীর। তাহলে কি আবার আসন্ন বিধানসভার নির্বাচনে আবারও প্রার্থী হিসেবে লড়তে চলেছেন অভিনেত্রী? তবে শাসক দলের হয়ে।

তাঁকে মঞ্চে দেখেই জনসাধারণের মধ্যে বাড়ছে রাজনৈতিক চাপাউনোতর। অনেকেই তাঁকে করছেন তীর্যক মন্তব্য। তাঁর ব্যক্তিগত জীবনকে রাজনীতির সাথে তুলনা টেনে এনেও অনেকেই বলছেন “তিনি কেবল তাঁর জীবনে বারবার স্বামীই নয়, রাজনীতির রংও বদলে ফেলছেন বছর ঘুরতেই।”

Leave a Comment