Dev-Subhashree-Dhumketu:“আমি জানি না আমরা প্রথমবার একসাথে বসলে কি কথা বলব? কিছু কথা রয়েছে হয়ত যেটা বলা উচিৎ নয়।” অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সাথে আবার প্রথম সাক্ষাৎ! তা ভেবেই বিশেষ বিচলিত টলিউড সুপারস্টার!
একসময়ের ছায়া সঙ্গিনী এখন প্রায় অচেনা, বদলেছে দুজনের জীবনের গতিপথ! বহু বছর পর চর্চিত প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর সাথে সরাসরি সাক্ষাতের কথা ভেবেই কিঞ্চিৎ বিচলিত সুপারস্টার দেব।
দেব-শুভশ্রী জুটির রসায়ন, অনস্ক্রিন থেকে অফস্ক্রিন সবখানেই নজর কেড়েছিল একসময় দর্শকদের। কিন্তু সেসব এখন অতীত। ব্যক্তিগত সম্পর্কে চিঁড় ধরতেই দুজন একসঙ্গে জুটি বেঁধে ছবি করাও বন্ধ করেছিলেন তাঁরা।
বর্তমানে বড়পর্দায় “ধূমকেতু” ছবি মুক্তির খবর প্রকাশ্যে আসতেই দেব- শুভশ্রী জুটির রসায়ন নিয়ে চর্চা শুরু হয়েছে আবারও ইন্ডাস্ট্রিতে। মাঝে ৮-৯ বছর কেটে গেলেও এই জুটিকে যেন এখনও ভুলতে পারছেন না নেটিজেনরা।
আরও পড়ুন:Subhashree Ganguly:অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বিচারক হওয়ার যোগ্য কি না, তা নিয়ে চলছে বিস্তর চর্চা
সম্প্রতি “ধূমকেতু” ছবি প্রচারের একটি সাক্ষাৎকারে বর্তমানে বাংলার সুপারস্টার দেব, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্পর্কে বলতে গিয়ে বলেন “আমরা কথাই বলিনি শেষ দশ বছর। ছবি (ধূমকেতু)শেষ হওয়ার পর থেকে আর কথাই হয়নি আমাদের। আমার মনে পড়ে না আমাদের শেষ কবে কথা হয়েছিল, কি হয়েছিল।”
তাঁকে কি আবারও শুভশ্রী গাঙ্গুলির সাথে দেখা যেতে পারে আগামী দিনে “ধূমকেতু” ছবির প্রচারে? সে বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান “আমি জানি না আমরা প্রথমবার একসাথে বসলে কি প্রতিক্রিয়া দেব, কি কথা বলব? কি নিয়ে বলব?কিছু কথা রয়েছে যেটা বলা বাকি, নাকি কিছু কথা নেই। কিছু কথা রয়েছে যেটা বলা উচিৎ না। আমার এবিষয়ে কোনও ধারণা নেই। আমার কিছু বলার নেই। আমি শুধু তাঁর জন্য মনে থেকে প্রার্থনা করি। সে অনেক এগিয়ে যাক জীবনে।”
আরও পড়ুন:Urfi Javed:ঠোঁট মুখ ফুলে একাকার,লিপ ফিলিং করাতে গিয়ে ভয়াবহ পরিণতি উরফির! তুমুল কটাক্ষ নেটপাড়ায়
তাঁর এই মন্তব্য শুনে অনুরাগীদের মনে আবারও প্রশ্ন জেগেছে তাহলে কি সত্যিই অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী পরস্পর পরস্পরের সাথে মুখোমুখি সাক্ষাৎ করতে সংকোচবোধ করছেন এখনও? তাই জন্যই কি “ধূমকেতু” ছবির ট্রেলার ও একটি গান লঞ্চ হয়ে গেলেও এখনও একবারও তাঁদের একসাথে দেখা যায়নি ছবির প্রচারে। একটি প্রচার ভিডিওতে তাঁদের একসাথে প্রচার করতে দেখা গেলেও তাঁরা আলাদা আলাদা ভাবে শ্যুট করছেন দুজনেই, ফ্রেম শেয়ার করেননি একসাথে।হয়ত আগামী দিনে তাঁরা এই ছবির প্রচার সারতে পারেন দু’জন একসাথে এই আশাই করছেন তাঁদের অনুরাগীরা।
তবে অভিনেতার এই কুণ্ঠাবোধ অনুরাগীদের মধ্যে আরও একবার স্পষ্ট করে দিল দেব-শুভশ্রীর পুরানো প্রেমের জল্পনাকে।
তাঁরা একে অপরের সাথে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও দুজনেই আলাদা আলাদা ভাবে স্বীকার করেছিলেন তাঁদের প্রাক্তনের কথা। কমবেশি তাঁদের সম্পর্কের কথা, বিচ্ছেদের কথা সকলেরই জানা। সেই জানা যেন আরও একবার স্পষ্ট হল অনুরাগীদের কাছে।