Rukmini Maitra On ‘Dhumketu’:’ধূমকেতু’ কিন্তু এখন শুধু একটা ছবি নয়, একটা আবেগ হয়ে উঠেছে,গত নয় বছরে ও প্রতিদিন বলত…” দেব-শুভশ্রী জুটির ফেরা নিয়ে কী বললেন রুক্মিণী মৈত্র?
১৪ই অগাস্ট মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রীর শেষ ছবি ‘ধূমকেতু’। জোরকদমে চলছে ছবির প্রচার। খামতি রাখছেন না দুজনেই। যদিও বা প্রচারের সময় তাঁদেরকে একসাথে দেখা যায়নি। কাজের বাইরেও তাঁদের মধ্যে একসময় সম্পর্ক ছিল বেহ গাঢ়। যদিও সেসব অতীত এখন। বর্তমানে দুজনের মনের মানুষ ভিন্ন।
দীর্ঘ ১২ বছর পর তাঁদের জুটির পুরানো নস্টালজিয়া উসকে ফিরছেন দেব-শুভশ্রী। এই জুটির ছবি এতদিন পরে মুক্তি পাবে, এই সময়ে রুক্মিণীর ঠিক কী প্রতিক্রিয়া হবে? তা জানতে বিশেষ আগ্রহী দর্শক।
সম্প্রতি এক খুঁটিপুজোয় এসেছিলেন নায়ক। সেখানেই তাঁকে ‘ধূমকেতু’ এবং দেব-শুভশ্রী জুটি নিয়ে প্রশ্ন করা হয়। নির্দ্বিধায় মুখে হাসি নিয়ে সব প্রশ্নের উত্তর দিকে দেখা যায় রুক্মিণীকে। তিনি জানালেন, “দেব যেভাবে এই সিনেমাটার জন্য খেটেছে, আমি তো দেখেছি ওকে ওই পুরো সময়টায়। যদি খুব ভুল না করি, গত নয় বছরে প্রায় প্রতিদিন দেব ‘ধূমকেতু’র কথা বলেছে যে, কীভাবে এই ছবিটাকে রিলিজ করা যায়। আমি তো বুঝি ওর মনে কী চলে। তবে অবশেষে অপেক্ষার অবসান। ছবিটা রিলিজ করতে চলেছে। আর এই নয় বছরের অপেক্ষার পর ‘ধূমকেতু’ কিন্তু এখন শুধু একটা ছবি নয়, একটা আবেগ হয়ে উঠেছে। ঠিক যেমন দুর্গাপুজো আমাদের কাছে আবেগ। এবছর দুর্গাপুজো দেবের কাছে একটু আগেই চলে এল।”
অভিনেত্রীর উত্তর শুনে অনেকেই বুঝেছেন নায়কের পাশে যেকোনো পরিস্থিতিতে আছেন তিনি।