Dev-Dilip Ghosh:”কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ঘাটালের লোকজনকে ধোঁকা দিচ্ছে?…” ,দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতি করাচ্ছে তৃণমূল! দাবি দিলীপ ঘোষের,পাল্টা জবাব নায়কের
“কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ভোটে দাঁড়িয়ে ঘাটালের লোকজনকে ধোঁকা দিচ্ছে?…” ,দেবকে ব্ল্যাকমেল করে,চাপ দিয়ে রাজনীতি করাচ্ছে তৃণমূল! দাবি দিলীপ ঘোষের,পাল্টা জবাব নায়কের
বেশ কিছুদিন আগে ঘাটাল মাস্টার প্ল্যান ও দেবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, দেবকে জোর করে রাজনীতির ময়দানে নামানো হয়েছে। যদি সে ভোটে না দাঁড়ায় তাহলে তাঁর সিনেমা বন্ধ করে দেওয়া হবে। প্রোডাকাশন হাউজ বন্ধ করে দেওয়া হওয়া হবে। সে একপ্রকার বাধ্য হয়েছে করতে।
একটি সাক্ষাৎকারে দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছিল,”দেব প্রতিবার নির্বাচনের আগে বলেন, ‘এবার যদি ঘাটাল সমস্যার সমাধান না করি, তাহলে রাজনীতি ছেড়ে দেব’। আবার ভোটে দাঁড়ান। আবার ওখানকার মানুষজন তাঁকে ভোট দেন। মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে। কিন্তু এরকম অকর্মন্য ভালো ছেলে কী হবে? ছেলে কোনও কাজে নেই।”
আরও পড়ুন:‘২১ জুলাই আসছে বড় চমক!’ জানালেন দিলীপ ঘোষ
দিলীপ ঘোষের কথায় দেবকে রীতিমত বাধ্য করা হয়েছে রাজনীতি করতে। রাজনীতির সাথে যুক্ত থাকতে। তিনি আরও বলেন,”কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ভোটে দাঁড়িয়ে ঘাটালের লোকজনকে ধোঁকা দিচ্ছে? ঘাটালের মানুষজন এটুকু দাবি করতে পারেন না যে, ‘তুমি আমার বাড়ির ছেলে, আমরা বাড়ি থেকে বের হলে কোমর জলে হাঁটতে হয়। ওই জলেই বাচ্চাদের স্কুলে যেতে হয়। ছ’মাস জলে থাকতে হয়।’ ওঁর কোনও কাজ নেই। দম থাকলে রিজাইন করে দেখান। মেদিনীপুরের লোকের মেরুদন্ড থাকে, তাঁরা চামচাগিরি করে না। মেদিনীপুরের লোকেরা এরকম হতে পারে না। ব্ল্যাকমেল করে রাজনীতি করানো হচ্ছে। তাঁকে গরু পাচারের জন্য যে ডাকা হয়েছিল, সেখানে তৃণমূলের লোকেরাই তাঁর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছিল। প্রত্যেকবার তাঁকে বলা হয়, তুমি যদি ভোটে না দাঁড়াও তাহলে তোমার সিনেমা বন্ধ করে দেব। প্রোডাকাশন হাউজ বন্ধ কররে দেব। ফলে সে বাধ্য হয়ে করছে। মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে, পান্তা খেয়ে বেঁচে থাকে, মাথা নীচু করে না।”
এবার দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন দেব। তাঁর মতে, বিরোধী দলের মধ্যে দিলীপ ঘোষ একটু আলাদা। তিনি সোজাসাপটা কথাতেই বিশ্বাসী। পিছন থেকে ছুরির আঘাত করে না। আর সেটাই ভালো লাগে তাঁর।
এই প্রসঙ্গে সাংবাদিকদের দেব বলেন, “দিলীপবাবু আমার অতন্ত্য প্রিয় একজন রাজনীতিবিদ। তিনি সামনে কথা বলতে ভালোবাসেন, পিছনে ছুরি মারেন না। আমার কাছে দিলীপ বাবুর আলাদা একটা সম্মান আছে। আসলে আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার মনে হয় দিলীপবাবু এবার খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন।খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে তো একটা ঢিল মারতে হবে। আর আমি তো এখানে সব থেকে বেশি সফট টার্গেট। কিছু না হলেও দেবকে আক্রমণ করতে হবে।”