Vivaan Ghosh:বাংলার মহাগুরু কে “ছোটলোক” বলে কটাক্ষ! অভিনেতা ভিভান ঘোষের।ফলত অভিনেতার বিরুদ্ধে চরম বিক্ষোভ দেখা যাচ্ছে দর্শক মহলে।
বাংলা টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত নাম ভিভান ঘোষ।বড়পর্দায় বেশ কিছু চরিত্রে অভিনয় করলেও তিনি বেশ জনপ্রিয় বাংলা টেলিভিশনের ছোটপর্দার ধারাবাহিকের জন্য।বর্তমানে তিনি ষ্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয় করছেন, নায়িকা কমলিনীর বড় ছেলে “বাবিল” এর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে।
অভিনেতা হিসেবে তিনি বিশেষ চর্চায় না থাকলেও বরাবরই তিনি বেশ বিতর্কিত ব্যক্তিত্ব।২০১৫ সালের ৯ ই এপ্রিল এক জনপ্রিয় অভিনেত্রী দিশা গাঙ্গুলি আত্মহনন করেন, এবং তাতে নাম জড়িয়ে পড়ে এই অভিনেতার।
সেই তথ্য অনুসারে জানা যায়, অভিনেত্রীর তৎকালীন প্রেমিক ছিলেন বিভান ঘোষ।অভিনেত্রী সেই সময় ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আসবে বলে’ তে অভিনয় করছিলেন।ধারাবাহিক চলাকালীনই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তাঁর আবাসন থেকেই উদ্ধার হয়েছিল অভিনেত্রীর ঝুলন্ত দেহ।কিন্তু, কেন তাঁকে সেই সিদ্ধান্ত নিতে হয়েছিল তা যদিও বর্তমানে এখনও অজানা।
সেইদিন রাতে অভিনেতার সঙ্গে শেষ দেখা করেছিলেন দিশা।তাঁদের বিয়ের কথাও ছিল পাকা।যেদিন অভিনেত্রী দিশা গাঙ্গুলি আত্মহত্যা করেন সেদিন ভিভানের সঙ্গে আইপিএল দেখে ডিনার করে অনেক রাতে নিজের ফ্ল্যাটে ফেরেন তিনি। ফিরেও রাত ১ টা পর্যন্ত ভিভানের সঙ্গে ফোনে কথা বলেন। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যায় এরপরেই দিশা আত্মহত্যা করে। এমনকি ভিভান ঘোষই সকালে দিশার নিথর দেহ উদ্ধার করে।অনেকেই মনে করেছিলেন অভিনেত্রীর মৃত্যুর পিছনে তিনিই দায়ী।
আরও পড়ুন:Alokananda Guha:’বুলেট সরোজিনী’ ধারাবাহিকের নাম করেই করলেন তীব্র কটাক্ষ! বিস্ফোরক মন্তব্য অলকানন্দার
যদিও জানা যায় অভিনেত্রীর মৃত্যুতে অভিনেতা অনেকটাই ভেঙ্গে পড়েছিলেন সে সময়। পরবর্তীতে তিনি তাঁর দু’ বছরের মধ্যেই ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পৃথা মুখার্জীর সঙ্গে। বর্তমানে অভিনেতা তাঁকে নিয়েই সংসার করেছেন।
তবে সম্প্রতি তিনি আবারো উঠে এসছে চর্চার কেন্দ্রবিন্দুতে।বাংলা চলচ্চিত্রে মহাগুরু মিঠুন চক্রবর্তীর অবদান অনস্বীকার্য। বাংলা ও বাঙালির গর্ব তিনি।যিনি বারংবার নিজেকে প্রমাণ করে বাংলার বাইরে, এমনকি বিদেশেও নিজের অবস্থান তৈরি করেছেন তাঁর মতো বর্ষীয়ান অভিনেতা কে “ছোটলোক” বলে অপমান অভিনেতা ভিভান ঘোষের।
তিনি এবার এই মন্তব্য করেই চরম জনরোষের শিকার হয়েছেন নেটমহলে দর্শকদের কাছে। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে দিতে গিয়ে মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে বলেন “মিঠুন দার সঙ্গে বাংলার এখন কোনো যোগাযোগ নেই। তিনি এখন থাকেন অন্য জায়গায়।”
এমনকি অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলের প্রসঙ্গ টেনে তাঁকে ব্যক্তিগত আক্রমণও করেন। তিনি তারপরেই বলেন “ওনাকে অভিনেতা হিসেবে কিছু বলার নেই, তবে গেরুয়া শিবিরের ফাঁদে পড়ে গিয়ে ছোটলকে পরিণত হয়েছে। সেটার জন্য খুব খারাপ লাগছে, ওনার প্রতি সহানুভূতি রয়েছে আমার।উনি কিসব বলেন না জাতগোখরো, এক ছোবলেই ছবি। ওনাকে ছবি করে দেবে বাংলার লোক।”
অভিনেতার এই বক্তব্য প্রকাশ হতেই দর্শকরা বুঝেছেন তিনি রাজনৈতিক স্তরে এহেন মন্তব্য করেছেন বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে। তবে তাঁর এই ধরনের কটূক্তি কোন স্তরের সমর্থন করছেন না বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই। অভিনেতার এহেন আচরণে ক্ষুব্ধ জনগণ। তাঁর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনরা।