Riya Ganguly:লাইভে এসে কেঁদে ফেললেন রিয়া গাঙ্গুলী “ও আমার সন্তানদের দিব্যি দিত…”, স্বামীর পরকীয়ার বিরুদ্ধে আবারও মুখ খুললেন তিনি?

Spread the love

Riya Ganguly:লাইভে এসে কেঁদে ফেললেন রিয়া গাঙ্গুলী “ও আমার সন্তানদের দিব্যি দিত…”, স্বামীর পরকীয়ার বিরুদ্ধে আবারও মুখ খুললেন তিনি?

“এটা হয়ত আমার শেষবারের মতো লাইভে আসা…”,লাইভে এসে কেঁদে ফেললেন রিয়া গাঙ্গুলী। স্বামীর পরকীয়ার বিরুদ্ধে আবারও মুখ খুললেন তিনি?

বর্তমানে অভিনেত্রী রিয়া গাঙ্গুলী ও তাঁর স্বামী অরিন্দম চক্রবর্তীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেই খবর অবশ্য নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন স্বামীর সঙ্গে সমস্যা থেকে শুরু করে একাধিক নারী সঙ্গের তাঁর স্বামীর সম্পর্কের কথাও জানিয়েছেন তিনি। কিছুদিন আগে অরিন্দম প্রসঙ্গে স্যোশাল মিডিয়ায় রিয়ার বিস্ফোরক পোস্ট দেখা যায়। তারপর লাইভে এসেও নানান অভিযোগ করেন নায়িকা।

তারপর রিয়াকে পাল্টা আক্রমণ করেন তাঁর স্বামী। ফেসবুক লাইভে এসে রিয়াকে চ্যালেঞ্জ করে জানান,যদি রিয়া প্রমাণ করতে পারেন তিনি অন্য মহিলার সঙ্গে সহবাস করছেন, তাহলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন। তিনি আরও দাবি করেন, তিনি প্রতি মাসে রিয়াকে ৭০ হাজার টাকা করে দেন। তা সত্ত্বেও আইনের সাহায্যে রিয়া আরও ৬০ হাজার টাকার খোরপোশ দাবি করে,যা দিতে তিনি একেবারেই রাজি নন।

আরও পড়ুন:Riya Ganguly:সে তার রক্ষিতাকে নিয়ে বাড়িতে বেডরুমে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়! আর সেটা তার বয়স্ক বাবা মেনে নিচ্ছে! বাড়িতে প্রেমিকাকে নিয়ে থাকছেন রিয়ার বর অরিন্দম! বিস্ফোরক অভিনেত্রী

সেই প্রসঙ্গেই এবার লাইভে এসে সবটা নিয়ে খোলাখুলিভাবে কথা বললেন তিনি। অভিনেত্রী বলেন,”এটা হয়ত আমার শেষবারের মতো লাইভে আসা। ডিজিটালি যে কাদা ছোঁড়াছুঁড়ি চলছে সেটা সমাজের উপরও খারাপ প্রভাব ফেলছে। আমিও চেয়েছিলাম দুটো পরিবার একসঙ্গে আলোচনায় বসে শান্ত ভাবে, ঠান্ডা মাথায় এটা মিটে যাক। আজ থেকে ১২ বছর আগে যখন পথচলা শুরু করেছিলাম তখন আমাদের মধ্যে যে সম্মান, ভালোবাসা ছিল, সেটা এখন নেই। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনও বদলায়, সেটাই হয়েছিল। তবে আমি সবটা শান্তিপূর্ণভাবে মিটিয়ে নিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে, সে আমার সন্তানের বাবা হিসেবে অন্তত আমাকে তাঁর জীবনে অন্য কারুর আসার খবরটা জানিয়ে, সম্মানের সঙ্গে আলাদা হতে বলুক। আর আমার সন্তানের বাবা হিসেবে নিজের দায়িত্বটুকু পালন করত ব্যস। কিন্তু সেটা হয়নি, আমাকে টেনে নীচে নামানো হয়েছে। ওঁর জীবনে যেই আসুন তাঁকে এক্সপোজ করার আমার কোনও দরকার ছিল না। কিন্তু আমাকে এটা করতে বাধ্য করা হয়েছে। ও নোংরা অকথ্য ভাষায় আমার সঙ্গে কথা বলত। তাঁর অসুস্থ মা, আমার সন্তানদের দিব্যি দিত। এগুলোর প্রয়োজন ছিল না।”

বিস্তারিত পড়ুন:Rupsa-Sayandeep:’সাইয়ারা’ দেখতে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেললেন রূপসা চ্যাটার্জীর বর সায়নদীপ

তিনি আরও বলেন,”সে লাইভে এসে বলেছে, পরকীয়া যে কেউ করতে পারে। কিন্তু সেটা যেন অন্যের মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণ যেন না হয়, এর প্রভাব তো আমার শিশুদের উপর পড়ছে। কোনও মানুষ কোটের ঝামেলায় জড়াতে চায় না। আমিও চাইনি। আমাকে বাধ্য করা হয়েছে। প্রতিমাসে ৭০ হাজার টাকা আমদের ও দেয়। কিন্তু আমাকে দেয় না। যে বাড়িটিতে বসে এখনও আমি লাইভ করছি, সেটা আমার হাওড়ার ফ্ল্যাট। এটা এখনও আমার ও আমার বর্তমান স্বামীর নামে রেজিস্ট্রার। এর ইএমআই ২০০০০ টাকা ও দেয়। আর যে মেয়েটি আমার সন্তানদের দেখে, তাঁকে ২০০০০ টাকা দেয়, আমার সন্তানদের প্রতিমাসের স্কুলের ফি ও বাস নিয়ে ১৫০০০। ৫০০০ টাকা টিউশন ফি দেয়। যে দিন থেকে ও ওই সম্পর্কে জড়িয়েছে সেদিন থেকে আমার জন্য একটা টাকাও দেয় না। শুধু এবার ট্রেকিংয়ে গিয়েছিলাম সেই সময় টাকা দিয়েছিল। আর আমার সন্তানদের খাবার জন্য ১০,০০০ টাকা দেয়। শুধু এটা ছাড়া বাকি যাবতীয় খরচ আমি দিই।”

বেশকিছুদিন আগে স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধে কিছু তথ্য প্রমাণও লাইভে এসে তুলে ধরেছিলেন।

 

Leave a Comment