Srijato Bandyopadhyay:”ভালো বন্ধু ছাড়া আর কিছু নয়…” শুধু কি বন্ধু? প্রকাশ্যেই সৃজিতকে খোঁচা দিলেন শ্রীজাত!

Spread the love

Srijato Bandyopadhyay:”ভালো বন্ধু ছাড়া আর কিছু নয়…” শুধু কি বন্ধু? প্রকাশ্যেই সৃজিতকে খোঁচা দিলেন শ্রীজাত!

“ভালো বন্ধু ছাড়া আর কিছু নয়…” শুধু কি বন্ধু? প্রকাশ্যেই সৃজিতকে খোঁচা দিলেন শ্রীজাত! নেটপাড়ায় হইচই

কবিতা, গান নিয়ে নানান কথা-আলোচনা শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিতেই সম্প্রতি কলকাতায় এসেছিলেন গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন শ্রীজাত। এসেছিলেন সৃজিত মুখার্জী এবং অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জী। অনুষ্ঠানে তাঁদেরকে একসাথে দেখে আবার চর্চা শুরু হয়েছে।

সৃজিত-সুস্মিতার মধ্যে ঠিক কি সম্পর্ক? নিছকই বন্ধুত্ব নাকি অন্য কিছু? তা নিয়ে টলিপাড়ায় শোরগোল। নিজেদেরকে ‘ভালো বন্ধু’ বলে দাবি করেছেন তাঁরা। অভিনেত্রী অবশ্য জানিয়েছিলেন,”আমরা দু’জনে খুব ভাল বন্ধু, কয়েকদিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গিয়েছি। এরপর যারা যা কিছু বলছেন বা লিখছেন তা নিয়ে আমি কিছু বলতে চাই না।” তবে এই কদিনেই তাঁরা যে একে অপরের ঘনিষ্ঠ হয়েছেন উঠেছেন, তা স্বীকার করেছেন। আর এই বিষয়টি নিয়েই প্রকাশ্যেই সৃজিতকে খোঁচা দিলেন শ্রীজাত!

আরও পড়ুন:Dev-Dilip Ghosh:”কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ঘাটালের লোকজনকে ধোঁকা দিচ্ছে?…” ,দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতি করাচ্ছে তৃণমূল! দাবি দিলীপ ঘোষের,পাল্টা জবাব নায়কের

অনুষ্ঠানটি শেষে জাভেদ আখতারের সঙ্গে তাঁর একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন সৃজিত। সেখানে দেখা যায় তাঁর পাশাপাশি একদিকে রয়েছেন সুস্মিতা এবং অন্যদিকে রয়েছেন শ্রীজাত ও দূর্বা বন্দ্যোপাধ্যায়। ছবিটির কমেন্ট বক্সে চোখ নেটিজেনদের। যেখানে শ্রীজাত আচমকা তাঁর বন্ধু সৃজিতের উদ্দেশ্যে লেখেন,”দু’জন ভাল গীতিকারের সঙ্গে তোমার একটা ছবি থেকে গেল।”
পাল্টা জবাব দিয়ে সৃজিত লেখেন,”তোমার দু’জন ভাল চিত্রনাট্যকারের সঙ্গে একটা ছবি থেকে গেল।” এরপর শ্রীজাত আবার লেখেন,”কী আশ্চর্য, জাভেদ সাহেবেরও দু’জন ভাল বন্ধুর সঙ্গে একটা ছবি থেকে গেল।”

বছর চারেক আগে জাভেদ আখতারের উর্দুতে লেখা কবিতার বাংলা অনুবাদ প্রকাশ হয়েছিল। তাঁর কবিতাগুলি অনুবাদ করেছিলেন শ্রীজাত। বইটির নাম ‘ইন আদার ওয়ার্ডস’। সেই বই প্রকাশ উপলক্ষ্যে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠান মঞ্চ একসঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই দু’জন।

Leave a Comment