Ditipriya-Jeetu:”কারোর জন্য কিছু থেমে থাকে না,এটা কত বড় অপবাদ…”,তাহলে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে বদলে যাবে নায়ক? কি বললেন অভিনেতা?
“কারোর জন্য কিছু থেমে থাকে না,চ্যানেল ও প্রযোজকের উপর নির্ভর করছে…”,তাহলে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর দেখা যাবে না অভিনেতা জিতু কমলকে? কি বললেন পর্দার নায়ক?
টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছড়িয়ে পড়েছে জিতু-দিতিপ্রিয়ার বিবাদের চর্চা। সম্প্রতি সহঅভিনেতা জিতু কমলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। পরস্পরের মুখ দেখাদেখি বন্ধ জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের। যার জেরে প্রভাব পড়েছে ধারাবাহিকে। অভিনেত্রীর অভিযোগ ছিল অশালীন ইয়ার্কি,ঠাট্টা,যা অভিনেত্রীর একেবারেই পছন্দ হয়নি। যার জন্য নিজেদের হোয়াটসঅ্যাপের চ্যাটের স্ক্রিনশটও সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন জিতু। যা দেখে অনেকেই অভিনেত্রী তো আবার অনেকেই অভিনেতার পক্ষ নিয়ে কথা বলেছেন। অনেকে এটাও দাবি করেছেন অভিনেত্রীর যখন এমন ধরনের ইয়ার্কি পছন্দ নয়!কেন তিনি সেটা আগে জানাননি? তাহলে এত কিছু হত না।
সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে ‘আর্য’ অর্থাৎ অভিনেতা জিতু দুর্ঘটনার মুখে পড়েছে। তারপর থেকেই তাঁকে আর ধারাবাহিককে দেখা যাচ্ছে না। গুঞ্জন ছড়িয়ে পড়েছে এইসব কিছুর জেরে নাকি নায়ক ধারাবাহিকটি ছেড়ে দিতে পারেন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন জিতু।
জিতু এই প্রসঙ্গে বলেন,”আমি পেশাদারিত্বের জায়গা থেকে আমার পরিচালক ও প্রযোজকের কাছে দায়বদ্ধ। আমি কখনওই এই ধরনের কোনও পদক্ষেপ করব না, কারণ এটা অপেশাদারিত্বের পরিচয়। যদি খুব বড় কিছু হয় বা যদি আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি, তা বাদ দিয়ে কখনও এমনটা করতে পারি না। আমি এখন NOC দিচ্ছি না। এবার বাকিটা চ্যানেল ও প্রযোজকের উপর নির্ভর করছে। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন আমি সেই অনুযায়ী কাজ করব। আমি কল টাইম পেতে আগ্রহী।”
দর্শক জানিয়েছেন যে তারা জিতু কমল ছাড়া ধারাবাহিক দেখবেন না। এছাড়াও এই ঘটনা জেরে কি তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন? সাক্ষাৎকারে তাঁকে এই প্রশ্ন করা হলে তিনি জবাব দেন,”কারোর জন্য কিছু থেমে থাকে না। তাই এটা নিয়ে কোনও মন্তব্য করার জায়গায় আমি নেই। মানসিকভাবে কেন অসুবিধা হবে। হওয়ার কথা নয়। পেশাদারিত্ব আর ব্যক্তিগত জীবন আলাদা। আমার দর্শকদের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। আমি তো জেনে বুঝেই কাজটা নিয়েছি। আর কাজটা নিয়েছি যখন, তখন সেটা শেষও তো করতে হবে।”
বহু বছর পর ধারাবাহিকের ফিরেছেন অভিনেতা। আর ফিরে এমন ঘটনার সম্মুখীন হতে হয়ে তাঁকে। এই প্রসঙ্গে তিনি জানান,”ছেলেমানুষি করে ফেলেছে সেটা সকলেই বুঝতে পারছেন। আমিও স্ক্রিনশটগুলো দিতে চাইনি। কিন্তু আমাকেও তো কোথাও আমার মান সম্মান রক্ষা করতে হত। মি টু শব্দটা শুধু লেখা হয়নি। বাকি সবই তো লেখা হয়েছে। সেখানে আমি একদিন সময় দিয়েছিলাম তাঁরা বুঝতে চাননি যে, এটা কত বড় অপবাদ।
কিন্তু দিতি খুব ছোটো, ও এত ভালো কাজ করছে, ওঁর ভবিষৎ খুব উজ্জ্বল। ও প্ররোচনায় পা দিয়ে এমন করেছে।”
আরও পড়ুন:Sudipa Basu:বিয়ে সংসার ও বিচ্ছেদ নিয়ে অকপট অভিনেত্রী সুদীপা বসু