Subhashree Ganguly:’সবচেয়ে বেশি হিংসা করি ইউভানকে…’, মা হয়ে নিজের ছেলেকেই হিংসে! কেন এমন বললেন শুভশ্রী?
বাড়ি ফিরেই ফোন সাইলেন্ট! নিজের সন্তানকেই নাকি হিংসা করেন মা শুভশ্রী গাঙ্গুলী?
বর্তমানে একাধিক চর্চিত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে দেব-শুভশ্রী বা ‘দেশু’ নিয়ে ভক্তদের জল্পনা কল্পনা রয়েছে চরমে। দশ বছর পর মুক্তি পাচ্ছে দেব শুভশ্রীর শেষ অভিনীত ছবি ‘ধুমকেতু’। এই ছবির ট্রেলার লঞ্চের দিনেই বহু বছর পর একফ্রেমে ধরা দেন জনপ্রিয় টলিউড জুটি দেব-শুভশ্রী। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে বলতে শোনা যায়, তিনি নাকি হিংসা করেন তার একরত্তি সন্তান ইউভানকেই! মা হয়ে নিজের সন্তানকে হিংসে? মা হয়ে এ কেমন মন্তব্য করলেন অভিনেত্রী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিভিন্ন মনের কথা শেয়ার করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ওই সাক্ষাৎকারেই তাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। অভিনেত্রী জানিয়েছেন, অভিনয়ের জগতে না এলে শুভশ্রী গাঙ্গুলী ব্যবসায়ী বা বিজনেস উইমেন হিসাবে নিজেকে গড়ে তুলতেন।
নিজের প্রথম প্রেমের কথা শেয়ার করেন অভিনেত্রী। তিনি জানান,তাঁর প্রথম প্রেম ছিল বর্ধমানের তাঁর ছোটবেলার সময়েই। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে হঠাৎ তাকে বলতে শোনা যায়, তিনি নাকি হিংসা করেন নিজের ছোট্ট ছেলে ইউভানকেই!
কেন এমন মন্তব্য করলেন অভিনেত্রী? এই মন্তব্য করার পর অভিনেত্রী যদিও এই বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে। সাক্ষাৎকারে অভিনেত্রী আক্ষেপের সুরে জানিয়েছেন, ইউভান প্রচন্ড পরিমাণে ইনোসেন্ট এবং প্রাণবন্ত। ইউভানের মতই হতে চান শুভশ্রী। কিন্তু ওই বয়সে গিয়ে ওর মতো ইনোসেন্ট হবার সুযোগ নেই আর অভিনেত্রীর কাছে। সেই কারণেই নিজের একরত্তি ছেলেকে দেখেই হিংসা হয় শুভশ্রী গাঙ্গুলীর।
এর পাশাপাশি মনের মানুষ প্রতারণা করলে কী করবেন? এই প্রশ্নের উত্তর হিসাবে অভিনেত্রীর তরফে আসে এক মোক্ষম জবাব। বেশি কিছু চিন্তা না করে অভিনেত্রী সাফ বলেন, “গড ব্লেস ইউ বলব”। অভিনেত্রীর এই বক্তব্য থেকেই তিনি যে যথেষ্ট পরিমাণে পরিণত হয়ে গিয়েছেন, তার প্রমাণ পাওয়া যায়। যেখানে দেবের সাথে বিচ্ছেদের পর বেশ কয়েক বছর অভিনেত্রীকে নিজের কাজের জগত থেকে দূরে চলে যেতে দেখা গিয়েছিল, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এমন ঘটনা ঘটলে অভিনেত্রী শুধুমাত্র অপর মানুষটির প্রতি শুভ কামনাই করবেন।
তবে ‘রাগ হলে কি করেন?’ এই প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, তিনি একেবারেই চুপ করে যান ওই সময়ের জন্য। ওই সময় এবং ওই পরিস্থিতিকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেন তিনি।
এই সমস্ত একাধিক প্রশ্নোত্তর পর্বের মধ্যে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজের বদ অভ্যাস নিয়েও অকপট স্বীকারোক্তি দেন। অভিনেত্রীকে বলতে শোনা যায়, কাজ থেকে বাড়িতে ফিরলেই তিনি মোবাইল সাইলেন্ট করে দেন। এর ফলে কোন প্রয়োজনীয় কল এলেও অনেক সময়ই মিস করে যান অভিনেত্রী। নিজের এই অভ্যাসটিকে ‘Bad Habit’ বলেই উল্লেখ করেছেন অভিনেত্রী।