Susmita-Srijit:”খুঁটি ধরে উঠতে হলে প্রথমেই সেটা করতাম। এত বছর পর সৃজিতের সঙ্গে বন্ধুত্ব করতাম না…” অনবরত কটাক্ষ,সৃজিতের সাথে সম্পর্ক খোলসা করলেন সুস্মিতা!

Spread the love

Susmita-Srijit:”খুঁটি ধরে উঠতে হলে প্রথমেই সেটা করতাম। এত বছর পর সৃজিতের সঙ্গে বন্ধুত্ব করতাম না…” অনবরত কটাক্ষ,সৃজিতের সাথে সম্পর্ক খোলসা করলেন সুস্মিতা!

“খুঁটি ধরে উঠতে হলে প্রথমেই সেটা করতাম। এত বছর পর সৃজিতের সঙ্গে বন্ধুত্ব করতাম না…” পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্ক নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জী। অবশেষে সমস্ত কটাক্ষের জবাব দিলেন সুস্মিতা,খোলসা করলেন সম্পর্ক!

টলিউডের উঠতি নায়িকা সুস্মিতা চ্যাটার্জী। সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা। সৃজিত ও সুস্মিতাকে একটি সেলফিতে একসঙ্গে দেখা যায়,যা পোস্ট করেছিলেন অভিনেত্রী নিজেই। আর সেখান থেকেই সমস্ত জল্পনার শুরু। টলি পাড়ার অন্দরের খবর, প্রেম করছেন তাঁরা। একে অপরকে নাকি চোখে হারাচ্ছেন দুজনে। ছবি প্রিমিয়ার হোক বা পার্টি বা গানের কনসার্ট সমস্ত জায়গায় একসাথে দেখা যাচ্ছে তাঁদেরকে। সৃজিতের পাশে সুস্মিতার প্রাণোচ্ছ্বল উপস্থিতি নজর কেড়েছে সবার। দুজনকে নিয়ে সমাজমাধ্যমে চলছে নানান চর্চা। তবে অবশ্য নিজেদেরকে বন্ধু বলেই দাবি করেছেন পরিচালক ও নায়িকা।

আরও পড়ুন:Dev-Subhashree:ছবি মুক্তির আগে আবারও কাছাকাছি দেব-শুভশ্রী! একসঙ্গে কালী মন্দিরে কোন মানতের উদ্দেশ্যে জনপ্রিয় ‘চ্যালেঞ্জ’ জুটি?

অনেকের দাবি কাজ পাওয়ার সুবাদেই নাকি পরিচালকের সাথে জমিয়েছেন অভিনেত্রী। নানান কুমন্তব্য ধেয়ে আসছে তাঁদেরকে একসাথে দেখে। জবাব দিলেন তিনি। সৃজিত মুখার্জির সাথে তাঁর সম্পর্ক নিয়ে তিনি স্পষ্ট জানান,”এগুলো নিয়ে আর বিশেষ ভাবি না। পরিশ্রম করে বিখ্যাত হলে টেনে নামানোর চেষ্টা হবেই। ২০২১ সালে প্রথম ছবি। তারপর যতগুলো কাজ করেছি, সেগুলো নিজের জোরেই পেয়েছি। খুঁটি ধরে উঠতে হলে প্রথমেই সেটা করতাম। এত বছর পর সৃজিতের সঙ্গে বন্ধুত্ব করতাম না। এখন ইন্ডাস্ট্রিতে আমার নিজের একটা জায়গা তৈরি হয়েছে। আর আমাদের বন্ধুত্ব হওয়ার আগেই ও আমায় ছবিতে নেয়। তারপর আমরা বন্ধু হই।”

বলিউড অভিনেতা শরমন জোশীর সঙ্গে অভিনয় করছেন নায়িকা। ছবির নাম ‘ভালবাসার মরশুম’।

Leave a Comment