Alokananda Guha:’বুলেট সরোজিনী’ ধারাবাহিকের নাম করেই করলেন তীব্র কটাক্ষ! বিস্ফোরক মন্তব্য অলকানন্দার

Spread the love

Alokananda Guha:’বুলেট সরোজিনী’ ধারাবাহিকের নাম করেই করলেন তীব্র কটাক্ষ! বিস্ফোরক মন্তব্য অলকানন্দার।

’বুলেট সরোজিনী’ ধারাবাহিকের নাম করেই করলেন তীব্র কটাক্ষ! তাঁর সাথেই দিলেন সমাজমাধ্যমে জোড়া দুঃসংবাদ, টলি তারকা অলকানন্দা গুহ।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী অলকানন্দা গুহ। ধারাবাহিকের পাশাপাশি, সৃজিত মুখার্জি পরিচালিত বড়পর্দার “লহ গৌরাঙ্গ” ছবিতেও ‘বিষ্ণুপ্রিয়া’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

তিনি সমাজমাধ্যমেরও অন্যতম পরিচিত মুখ সকলের কাছে। দর্শকদের কাছে তিনি নিয়মিত তাঁর জীবনের খুঁটিনাটি ভাগ করে নেন তাঁর ডেইলি ভ্লগিংয়ের মাধ্যমে। অভিনেত্রী অলকানন্দা,এই পরিচয় ছাড়াও তাঁর আরও দুটি পরিচয় রয়েছে। তিনি অভিনেত্রী অনন্যা গুহ’র দিদি এবং পরিচালক মনোজিৎ মজুমদারের সহধর্মিণী।

আরও পড়ুন:Srabanti Chatterjee Ex Husband:আত্মহননের সিদ্ধান্ত বাংলাদেশি অভিনেত্রীর, উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ শ্রাবন্তীর প্রথম স্বামী পরিচালক রাজীবের বিরুদ্ধে

এবার অভিনেত্রী সেই সমাজমাধ্যমকেই হাতিয়ার করে সকলের সাথে ভাগ করে নিলেন, অভিনয় জগতের অভ্যন্তরের কিছু তিক্ত অভিজ্ঞতা। তিনি স্টার জলসার ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের নাম উল্লেখ করেই বলেন, “সেই ধারাবাহিকে তাঁকে প্রথমে বলা হয়েছিল মাসে তাঁর আঠারোটা শ্যুটিংয়ের দিন ধার্য্য থাকবে। কিন্তু সেই ধারাবাহিক শুরু হয়ে শেষ হয়ে গেলেও তাঁকে পুরো ধারাবাহিক জুড়ে দশ দিনও শ্যুটিংয়ের জন্য ডাকা হয়নি।”

তাঁর কথায়,”একটা সিরিয়াল আমাকে প্রমিস করেছিল প্রত্যেক মাসে আমার ১৮ খানা ডেট থাকবে, আমার প্যারালাল ট্র্যাক থাকবে, আরও অনেক কিছু প্রমিস করা হয়েছিল আমাকে। কিন্তু মাসে ১৮ খানা তো দূরের কথা, সিরিয়াল শুরু হয়ে শেষও হয়ে গেল, কিন্তু আমি ১০টা ডেটও পেলাম না।”

এভাবেই তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন, তাঁর সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিওর মাধ্যমে। সাথে তিনি আরও জানান, এই ধারাবাহিকে এভাবে যুক্ত থাকার দরুন তাঁর কাছে অন্যান্য কাজের সুযোগ আসার পরেও, তা হাতছাড়া হয়েছে। অনেকেই ভেবেছেন তিনি ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে কাজ করছেন তাই তিনি অন্য কোনও কাজে সেভাবে সময় বের করতে পারবেন না। অভিনেত্রী চেয়েও কাউকে বোঝাতে পারেননি, সেই ধারাবাহিকে তাঁকে বিশেষ প্রয়োজন হয় না।

আরও পড়ুন:Dev-Dilip Ghosh:”কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ঘাটালের লোকজনকে ধোঁকা দিচ্ছে?…” ,দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতি করাচ্ছে তৃণমূল! দাবি দিলীপ ঘোষের,পাল্টা জবাব নায়কের

তারপরেও অভিনেত্রী আরও একটি খারাপ খবর দেন তাঁর ভক্তদের। তিনি জানান “সম্প্রতি শেষ শ্যুটিং হয়েছে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের। তাঁর সেখানে বিশেষ কোনও ভূমিকা না থাকলেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল ধারাবাহিকের র‍্যাপ আপ পার্টিতে।

অভিনেত্রী বলেন,”বুলেট সরোজিনী যেটা সবেমাত্র শেষ হয়ে গিয়েছে, সেটার র‍্যাপ আপ পার্টিতে আমায় ডাকা হয়েছিল। প্রথমে আমি ভেবেছিলাম যাব না কিন্তু সবাই বারবার ফোন করার পর আমি গিয়েছিলাম। আসলে এই কয়েকদিনে কারও সঙ্গেই আমার সম্পর্ক তৈরি হয়নি বিশেষভাবে।”

আরও পড়ুন:Rupsa-Sayandeep:’সাইয়ারা’ দেখতে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেললেন রূপসা চ্যাটার্জীর বর সায়নদীপ

আর সেই অনুষ্ঠানে যেতে গিয়েই বাঁধে বিপত্তি। অভিনেত্রী যাবেন না বলে তিনি তাঁর বাড়ির অ্যাকোয়ারিয়াম পরিস্কার করছিলেন। কিন্তু বারবার সেখান থেকে ফোন আসায় অভিনেত্রী তাড়াহুড়ো করতে যান, আর সেখানেই ঘটে বিপদ। অভিনেত্রী গুরুতর ভাবে চোট পান তাঁর ঘাড়ে।বর্তমানে তিনি তাঁর ঘাড় ঘোরাতে পারছেন না কোনদিকে।

এমন অবস্থাতেও এক মুখ হাসি নিয়ে তাঁর দুটো খারাপ অভিজ্ঞতার কথা তিনি অকপটে জানিয়েছেন তাঁর অনুরাগীদের। অনেকেই তাঁর এই অভিজ্ঞতার সমব্যাথী হয়ে সান্ত্বনা জানালেও, কিছুজন সমালোচনার সুরে তাঁর অভিনয় দক্ষতা নিয়েও তুলেছেন নানাবিধ প্রশ্ন।

 

Leave a Comment