Amitabh Bachchan:ভক্তদের কাছে ঈশ্বরের নাম অমিতাভ বচ্চন…
ভক্তদের কাছে ঈশ্বরের নাম অমিতাভ বচ্চনজানুন এক অজানা তথ্য!
গুরু পূর্ণিমার দিন অমিতাভ বচ্চনকে সম্মান জানাল কলকাতার অমিতাভ বচ্চন ফ্যান্স ক্লাব। প্রতি বছর গুরু পূর্ণিমার দিন তাদের গুরু অমিতাভ বচ্চনকে সম্মান জানান তাঁরা। কলকাতার অমিতাভ বচ্চন ফ্যান্স ক্লাবের ভক্তদের কাছে তিনিই ঈশ্বর। শুধু তাঁকে শ্রদ্ধা জানানো নয়, থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাচ্চাদের জন্য তারা রক্তও দেন। বলিউডের শাহেনশাহর ভক্তরা গুরু পূর্ণিমার দিনে তাঁকে যেভাবে সম্মান জানান তার মধ্যে কোনো আড়ম্বর থাকে না। শুধু থাকে মন থেকে ভালোবাসা।
অমিতাভ বচ্চনের এই ফ্যান্স ক্লাবটি দক্ষিণ কলকাতার পিকনিক গার্ডেনে অবস্থিত। যেসব ব্যক্তিরা অমিতাভ ভক্ত যারা এই ফ্যান্স ক্লাবে আসতে চান, তাদের জন্য দরজা খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। ভেতরে ঢুকলে দেখা যাবে অমিতাভ বচ্চনের বিভিন্ন ছবিতে তিনি যে যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রগুলো দিয়ে ভেতরটা সাজানো। খোদ অমিতাভ প্রসঙ্গে এই ফ্যান্স ক্লাব প্রসঙ্গে একবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন আপনারা শুধু পুজোটা দেখেন, তারা যে কতগুলো সোশ্যাল ওয়ার্ক করেন সেগুলো আপনারা দেখেন না।
এই ফ্যান্স ক্লাবের অন্যতম সদস্য সঞ্জয় পাটোদিয়া বলেছেন, “আমি গুণে বলতে পারব না যে স্যারের সঙ্গে কতবার দেখা হয়েছে। আমি ভাগ্যবান তাই এতবার ওঁনার সঙ্গে দেখা করতে পেরেছি। অমিতাভ স্যার আমাদের বলেছেন “দেখিয়ে,সবকা ভালা কারিয়ে, ভগবান আপকা ভালা কারেগা। আজকেও ভালো কাজ করছি আগামী দিনেও ভালো কাজ করব।”
‘কৌন বনেগা ক্রোড়পতি’র কোট, জুতো থেকে শুরু করে, ‘অগ্নিপথ’ সিনেমায় তাঁর পরা জুতো, সবই অমিতাভ বচ্চন এই ফ্যান্স ক্লাবকে দিয়েছেন। ক্লাবের ভিতরে সেগুলো সুন্দরভাবে যত্ন সহকারে সাজানো রয়েছে। তাই পিকনিক গার্ডেনের অমিতাভ বচ্চন ফ্যান্স ক্লাব শুধু একটা ফ্যান্স ক্লাব নয় আবেগের প্রতিচ্ছবি।