Anindya Sarkar:”আমার নাকি বয়স হয়ে গিয়েছে,পরিচালনা করতে পারছি না,এই অজুহাতে কাজ দেওয়া বন্ধ হয়ে গিয়েছে…” ক্ষোভপ্রকাশ অনিন্দ্য সরকারের

Spread the love

Anindya Sarkar:”আমার নাকি বয়স হয়ে গিয়েছে,পরিচালনা করতে পারছি না,এই অজুহাতে কাজ দেওয়া বন্ধ হয়ে গিয়েছে…” ক্ষোভপ্রকাশ অনিন্দ্য সরকারের

“আমার নাকি বয়স হয়ে গিয়েছে,আর নাকি পরিচালনা করতে পারছি না, এই অজুহাতে কাজ দেওয়া বন্ধ হয়ে গিয়েছে…” কাজ পাচ্ছেন না পাচ্ছেন না অভিনেতা-পরিচালক,ক্ষোভপ্রকাশ অনিন্দ্য সরকারের

অয়ন সেনগুপ্তের পর আবারও কাজ হারালেন এক পরিচালক অনিন্দ্য সরকার। বর্তমানে অবশ্য ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে ‘আদৃত’-এর বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ধারাবাহিক এবং টেলিফিল্ম। তাঁর সত্ত্বেও কেন কাজ পাচ্ছেন না তিনি?

Debchandrima-Arjun:’আড্ডাটাইমস’-এর হাত ধরে নতুন ওয়েব সিরিজে ফিরছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়

পরিচালক-অভিনেতা অনিন্দ্য সরকার এই বিষয়ে এক সাক্ষাৎকারে জানান, “আমার নাকি বয়স হয়ে গিয়েছে। আমি নাকি আর পরিচালনা করতে পারছি না, এই অজুহাতে কাজ দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। আমরা কিন্তু ছোটপর্দায় ধারাবাহিক দেখার অভ্যাস দর্শকদের মধ্যে তৈরি করে দিয়েছিলাম। উত্তরসূরিরা এখন পরিচালক হয়েছেন। আমরা সম্মান হারিয়েছি!”

বর্তমানে বাধ্য হয়েই ক্যামেরার পিছন থেকে সামনে আসতে হয় তাঁকে। ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানের পরিস্থিতির কথা বলতে ক্ষোভ উগরে দিলেন তিনি। অনিন্দ্য জানান,”পুরো কাঠামোই যেন বদলে গিয়েছে। আমাদের সময় বিনোদন দুনিয়া পরিচালকদের মাধ্যম ছিল। এখন লেখকদের। এখন সমস্ত লেখকই প্রযোজক।”

উদাহরণ হিসেবে লীনা গাঙ্গুলী,স্নেহাশিস চক্রবর্তী, সুশান্ত দাসের নাম। এঁরা নিজেরাই লিখছেন, নিজেরাই ধারাবাহিক প্রযোজনা করছেন। এবং নিজেদের সহকারীদেরই পরিচালকের চেয়ারে বসাচ্ছেন।

Piyali Sasmal:”লাইমলাইটে আসার জন্য বা কাজ পেতে শরীর না দেখালেও হয়…” উদ্দাম নাচ সঙ্গে পোশাক নিয়ে কটাক্ষ অভিনেত্রী পিয়ালী শাসমলকে

পরিচালকের মতে তিনি এখনও কাজ করতে পারেন। কিন্তু তাঁকে করতে দেওয়া হচ্ছে না! “আমি এতটাই সিনিয়র হয়ে গিয়েছি যে, আমায় নাকি কিছু বলা যায় না। এখনকার পরিচালনা সম্পর্কেও সজাগ নই। অভিনয় দুনিয়ার বাইরে কিছুই জানি না,পারিও না। ফলে,এভাবেই না হয় টিকে থাকার চেষ্টা করি।”

Debleena Dutt:”বয়কট করা হোক,ছি! কিছু বলার নেই। সংস্কৃতির মানকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?…”

Leave a Comment