অভিনেত্রী অঞ্জনা বসুকে চেনেন না এমন বাঙালি দর্শক কমই আছেন। তিনি পর্দায় বেশ দাপুটে চরিত্রেই অভিনয় করেন বরাবর। তাঁর অভিনয় দক্ষতায় বেশ মুগ্ধ দর্শকরা।
বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার ‘কুসুম’ ধারাবাহিকে।সেখানে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। তিনি ব্যক্তিগত জীবনেও এক পুত্রের মা। পর্দায় তাঁকে দেখা যাচ্ছে বেশ কড়া ভূমিকায়।
Sudipta Chakraborty:আপনাদের অনুরোধ,এবার আপনারা দয়া করে থেমে যান ,হঠাৎ কেন এমন বললেন অভিনেত্রী সুদীপ্তা?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন,’তিনি ব্যক্তিগত জীবনে মা হিসেবে কেমন ?’ তিনি জানান,”আমি ছোট থেকেই আমার সন্তানকে কড়া শাসনে বড় করেছি এবং আমার ছেলেও আমার বাধ্য। আমার ছেলে আমায় খুব মেনে চলে আর আমার প্রতিটা সিদ্ধান্তকেই সমর্থন করে।
বর্তমানে ছেলে এখন বাইরে থাকে তার উচ্চমাধ্যমিক পরীক্ষার পর থেকেই। এখানে থাকাকালীন তাঁর ছেলের উচ্চ মাধ্যমিকের শেষে, সে প্রথম অভিনেত্রীর কাছে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার অনুমতি চায় এবং তিনি অনুমতি দিলেও বেঁধে দিয়েছিলেন নির্দিষ্ট সময়সীমা। তিনি বলেছিলেন সন্ধ্যে ৬ টার মধ্যে বাড়ি ফিরতে হবে এবং তাঁর ছেলেও সেটাই করেছিল।”
তিনি আরও বলেন,” তাঁর ছেলে জানে আমি রেগে গেলে সেটা খুবই খারাপ হবে। আর আমার রাগ মানে, আমি কেবল বকব না, কথা বলাও বন্ধ করে দিতে পারি। আর তাঁর ছেলের কাছে সেটা দশটা চড় মারার থেকেও বেশি খারাপ লাগার বিষয়।” তিনি একথা গর্বের সাথে বলেন। আর একথা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ওঠে নেতিবাচক প্রতিক্রিয়ার ঝড়।
Rituparna Sengupta:বর্ষীয়ান অভিনেত্রীর এধরনের পোশাক কখনওই আশা করেননি তাঁরা