Arijit Singh-Amaal Mallik:অরিজিৎকে নিয়ে বিস্ফোরক দাবি অমাল মালিকের?

Spread the love

“কারও কাছে অরিজিতকে কিছু প্রমাণ করতে হবে না…” অরিজিতকেও বলিউড ইন্ডাস্ট্রির নোংরা ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে? অরিজিৎকে নিয়ে বিস্ফোরক দাবি অমাল মালিকের?

বর্তমানে বাংলার শ্রেষ্ঠ গায়ক অরিজিৎ সিং। যার গানের জাদুতে মুগ্ধ ছোটো থেকে বড়ো। কিন্তু বলিউডের নোংরা রাজনীতি থেকে তিনিও নাকি বাদ যাননি। সম্প্রতি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন অমাল মালিক।

‘সুরজ ডুবা হ্যায়’, ‘রোকে না রুকে নয়না’র মতো গানে একসঙ্গে কাজ করেছেন অমাল ও অরিজিৎ। অমাল মনে করেন,এখন অরিজিৎই সেরা গায়ক। তিনি জানান,”অরিজিৎ খুব ভাল মনের মানুষ। অন্য কারও গান কেড়ে নেওয়ার অভিপ্রায় ওঁর মধ্যে কখনও দেখিনি। একজনের সাফল্যের সঙ্গে অন্যের তুলনাও করেন না। শ্রেষ্ঠ গায়ক হিসেবে নিজের বড়াই করেন না কখনও। অবশ্যই অনেক ভাল গায়ক রয়েছেন। এখন ভারতীয়দের রক্তে ও শিরায় শিরায় ওঁর কণ্ঠ বয়ে যায়।”

কিন্তু তিনিও বলিউডে ষড়যন্ত্রের শিকার। অরিজিৎকেও নাকি সংগীত জগৎ থেকে অনেকেই নীচে নামিয়ে আনার চেষ্টা করেছেন দাবি অমালের। অমাল জানান,”কারও কাছে অরিজিতকে কিছু প্রমাণ করতে হবে না। ওঁর সঙ্গে একটা জায়গায় নিজের মিল খুঁজে পাই। অর্থ আমাদের কিনতে পারবে না। এক কোটি টাকা দেওয়া হলে তিনি সেই অর্থ ফেরত দিয়ে বলবেন,’আমাকে একটা সুন্দর গান গাইতে দিন।’ গান পছন্দ না হলে তিনি গাইতে চান না। এই জন্য বহু গীতিকার ওঁর উপর চটে যান। যাঁর উপর ঈশ্বর ও পরিবারের আশীর্বাদ রয়েছে, যিনি ভাল কর্ম করেন, তাঁকে কেউ থামাতে পারবে না। আমি জানি না অরিজিৎ কী দিয়ে তৈরি। তবে এটুকু বলতে পারি, তিনি ঈশ্বরের খুব কাছের।”

অবশ্য এর আগেও সুশান্ত সিং রাজপুত এর ঘটনায় অনেকেই বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের কথা জানতে পেরেছেন। অমালের ধারণা,আরও এক বহিরাগত অভিনেতা কার্তিক আরিয়ানের পরিণতিও হবে সুশান্তের মতোই। তাঁকে নিয়েও নানা ষড়যন্ত্র হয়।

Leave a Comment