Aritra Dutta Banik:”আশা করি দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব…”,বহু বছর ফিরছেন অরিত্র দত্ত বণিক!

Spread the love

Aritra Dutta Banik:”আশা করি দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব…”,বহু বছর ফিরছেন অরিত্র দত্ত বণিক!

বহু বছর পর পর্দায় ফিরছেন অরিত্র দত্ত বণিক! কোন মাধ্যমে দেখা যাবে অভিনেতাকে?

কৌতুক অভিনেতা হিসাবে একসময় পর্দা কাঁপিয়ে ছিলেন অরিত্র দত্ত বণিক। শিশুশিল্পী হিসাবে খুবই জনপ্রিয় ছিলেন তিনি। সঞ্চালনা হোক কিংবা বাংলা ছবি অরিত্র বরাবরই নজর কেড়েছে সকলের।

Kanchan -Subhoshree:অভিনেতা কাঞ্চনকে জাপটে ধরে ভালোবাসায় ভরালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী

ক্যামেরার সামনে ধরা না দিলেও সমাজমাধ্যমে দারুণ পরিচিত অরিত্র। তাঁর অনুরাগীরা মুখিয়ে আছে তাঁকে পর্দায় দেখার জন্য। তবে অনেকদিন পর ক্যামেরার সামনে আসছেন তিনি।

হইচই-এর আগামী সিরিজে দেখা যেতে চলেছে অভিনেতাকে। এক মহিলা সাংবাদিকের সত্যান্বেষণ নিয়ে অদিতি রায় তৈরি করছেন ‘অনুসন্ধান’। মুখ্য চরিত্রে থাকছেন শুভশ্রী গাঙ্গুলী। এখানেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিত্রকে।

Anjana Basu Son:ছেলে ও তার বন্ধুদের কাণ্ড দেখে রেগে আগুন অঞ্জনা বসু। কি দেখে রেগে গেলেন অভিনেত্রী?

বহু বছর পর পর্দায় ফেরার অভিজ্ঞতা নিয়ে অরিত্র জানান,”ক্যামেরার ওপারে তো কাজ করছিই, হিন্দিতেও কিছু কাজ হয়েছে বটে। তবে বহু বছর পর টলিউডে ফিরছি। তাও ওয়েব সিরিজের হাত ধরে, এটাই ভাল লাগছে। দর্শক এতদিন আমায় ফাজিল ছেলে হিসাবেই পর্দায় দেখেছেন।

তবে এবার পুরোপুরি অন্য ধরনের একটি চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। অভিনেতা হিসাবে এমনই এক চরিত্রের অপেক্ষায় ছিলাম‌। আশা করি, দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব।”

Kajol-Ajay:নিজের স্বামীর ‘আঙুলের নাচ’ দেখে ট্রোল করে বসলেন কাজল!

Leave a Comment