Ditipriya-Aritra:দিতিপ্রিয়ার পাশে অরিত্র, সমাজমাধ্যমে দিতিপ্রিয়া-জিতুর উদ্দেশ্যে কিসের বার্তা দিলেন তিনি?

Spread the love

Ditipriya-Aritra:দিতিপ্রিয়ার পাশে অরিত্র, সমাজমাধ্যমে দিতিপ্রিয়া-জিতুর উদ্দেশ্যে কিসের বার্তা দিলেন তিনি?

“দিতিপ্রিয়াও বেশ মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন ও সোশ্যাল মিডিয়া ট্রোলের মুখে পড়েছেন…”,দিতিপ্রিয়ার পাশে অরিত্র, সমাজমাধ্যমে দিতিপ্রিয়া-জিতুর উদ্দেশ্যে কিসের বার্তা দিলেন তিনি?

নেটপাড়া জুড়ে হইচই জিতু-দিতিপ্রিয়ার খবর নিয়ে। চারিদিকে তাঁদের নিয়েই চর্চা। অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের পোস্ট ঘিরে উত্তাল নেটপাড়া। অভিনেত্রী একগুচ্ছ অভিযোগ এনেছেন অভিনেতা জিতু কমলের উপরে। যেখানে অশালীন কথাবার্তা, রাতে অপ্রীতিকর ম্যাসেজ পাঠানোর মতো নানা অভিযোগ তুলেছেন অভিনেত্রী। একটি ছবিকে কেন্দ্র করে দুই তারকার মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। উভয় পক্ষই নিজেদের বক্তব্য রেখেছেন সমাজমাধ্যমে। এর মাঝেই অভিনেতা অরিত্র দত্ত বণিকের একটি মন্তব্য সামনে এসেছে।

আরও পড়ুন:Ditipriya Roy:দিতিপ্রিয়াকে মাঝরাতে ছবি পাঠিয়ে অশ্লীল মন্তব্য জিতুর! “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও,এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে…” সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য দিতিপ্রিয়ার, কী বললেন অভিনেত্রী?

ফেসবুকে করা দিতিপ্রিয়ার সেই পোস্টটি শেয়ার করেছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। জিতু ও দিতিপ্রিয়া দুজনকে উদ্দেশ্য করে লেখেন,”জিতু-দিতিপ্রিয়ার সিরিয়াল চলা মানে আমার বাড়ির টিভি মা ও দিদার কন্ট্রোলে, এক মিনিটের জন্যেও চ্যানেল ঘোরানোর নিয়ম নেই। কিন্তু সম্প্রতি বেশ কিছু কারণে ওদের ব্যক্তিগত জীবনে খারাপ প্রভাব পড়েছে। দিতিপ্রিয়াও বেশ মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন ও সোশ্যাল মিডিয়া ট্রোলের মুখে পড়েছেন। আমি আশা করছি অভিনেতা জিতু কমলের যে সকল কথার কারণে দুই অভিনেতার মধ্যে অস্বস্তির আবহাওয়া জন্মেছে সেইগুলো তিনিও ওর সাথে আলোচনা করে শুধরে নেবেন৷ আসলে শব্দ এমন এক হাতিয়ার যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে শত “সরি”তেও উলটোদিকের মানুষের মনে তার প্রভাব কমানো যায়না। তবুও আমি আশাবাদী টিভির দৃশ্যের মতো ওদের ব্যক্তিগত জীবনটাও বন্ধুত্বপূর্ণ হোক এবং উভয়ের ব্যক্তিগত জীবন সকল খারাপ প্রভাবমুক্ত হোক এই কামনা করছি।”

বর্তমানে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ যেখানে ‘আর্য’ ও ‘অপর্ণা’র চরিত্রে জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের অভিনয় দর্শকদের মন কেড়েছে। তবে কি এই ঘটনার প্রভাব পড়তে চলেছে ধারাবাহিকে? কি হতে চলেছে সবই সময়ের অপেক্ষা।

আরও পড়ুনRiya Ganguly:লাইভে এসে কেঁদে ফেললেন রিয়া গাঙ্গুলী “ও আমার সন্তানদের দিব্যি দিত…”, স্বামীর পরকীয়ার বিরুদ্ধে আবারও মুখ খুললেন তিনি?

Leave a Comment