Chirodini Tumi Je Amar Serial:”আজ পর্যন্ত কাউকে আই লাভ ইউ বলতে পারিনি,আমি তোমাকে ছাড়া চলতে পারছি না, নোংরা ছবি পোস্ট করে ফেলেছি! হাতজোড় করে বলছি তার জন্য আমি খুবই দুঃখিত…”, দিতিপ্রিয়ার সঙ্গে অশালীন ছবি পোস্ট!কুমন্তব্যের শিকার অভিনেতা জিতু কমল

Spread the love

Chirodini Tumi Je Amar Serial:”আজ পর্যন্ত কাউকে আই লাভ ইউ বলতে পারিনি,আমি তোমাকে ছাড়া চলতে পারছি না, নোংরা ছবি পোস্ট করে ফেলেছি! হাতজোড় করে বলছি তার জন্য আমি খুবই দুঃখিত…”, দিতিপ্রিয়ার সঙ্গে অশালীন ছবি পোস্ট! কুমন্তব্যের শিকার অভিনেতা জিতু কমল।

বর্তমানে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য-অপর্ণার জুটি সব দর্শকদের মন জিতে নিয়েছে। তাঁদের এই অসমবয়সী প্রেমের কাহিনী পর্দায় জমে উঠেছে। পর্দার বাইরেও জিতু ও দিতিপ্রিয়ার বয়সের ফারাক অনেকটাই। তবে সেই পার্থক্য ভুলে জমিয়ে পর্দায় প্রেম করছেন তাঁরা।

তবে পর্দায় যাই হোক না কেন বাস্তবে নাকি একেবারে আলাদা অভিনেতা জিতু কমল। তিনি নাকি ভীষণ চাপা স্বভাবের মানুষ,মনের কথা মনেই রাখেন। তিনি নাকি কাউকে কোনোদিন প্রেম নিবেদন করেননি। এমনটাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা। তিনি জানান,আমি খুব লাজুক, মনের কথা সহজে প্রকাশ করতে পারি না। আমি কখনওই আজ পর্যন্ত কাউকে আই লাভ ইউ বলতে পারিনি। যাঁর সাথে আমার সম্পর্ক ছিল,সেখানেও আমি কোনোদিন বলে উঠতে পারিনি। কিন্তু আমার কাজের মাধ্যমে বুঝিয়ে দিই। তাই আমার সঙ্গে এই ‘আর্য’ চরিত্রটার অনেক মিল আছে।”

আরও পড়ুন:Ditipriya Roy-Jeetu Kamal:”ওর এই ধৈর্য, এই অধ্যবসায়,ওর শিক্ষা,ও যেকোনো পুরুষকে আকৃষ্ট করবে…”,দিতিপ্রিয়ার প্রসংশায় পঞ্চমুখ!অভিনেত্রীর কোন গুণ অভিনেতা জিতু কমলকে আকৃষ্ট করেছে?

তবে সম্প্রতি ছড়িয়ে পড়েছে যে দিতিপ্রিয়ার সাথে ছবি পোস্ট করায় অশালীন মন্তব্যের শিকার হয়েছেন তিনি। অভিনেতা কিছুদিন আগে তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তাঁর ও দিতিপ্রিয়ার রোম্যান্সের কিছু ছবি শেয়ার করেছিলেন যা দেখে অনেকেই নাকি অশালীন মন্তব্য করেছেন। যার জন্য সমস্ত ছবি মুছে দেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন জিতু কমল।

তাঁকে জিজ্ঞেস করা হয়,’অনস্ক্রিন কেমিস্ট্রি যেটা দেখতে পাওয়া যায়, তো সেখান থেকে এই জুটির অফস্ক্রিন কেমিস্ট্রি বলতে যেটা, তাঁদের ছবি বা রিলস দেওয়া,এই বিষয়টা তোমাদের ক্ষেত্রে এত কম কেন?

উত্তরে তিনি জানান,”দোষটা হয়ত আমারই আমি একটু ঘরকুনো। তবে কিছুদিন আগে একটি ঘটনা। ভয়টা যেখান থেকে আরও বেশি হল। একটি ছবি দেখিয়ে বলেন (দিতিপ্রিয়া ও নিজের) এই ছবিতে নাকি অশালীন কিছু মন্তব্য এসেছে। দিতিপ্রিয়ার সাথে ছবি পোস্ট করায় অশালীন মন্তব্যের শিকার হয়েছি। যদিও বা আমার কাছে কিন্তু কোনো কুমন্তব্য আসেনি। অন্য কারোর কাছে এসেছে বা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে,আমার নয়। তার জন্য প্রচণ্ড কষ্ট পেয়েছে অভিনেত্রী, সে কষ্ট পাক সেটা তো আমি চাইব না। ভবিষ্যতেও চাইব না। তার জন্য আমি দুঃখিত। হাতজোড় করে বলছি তার জন্য আমি খুবই দুঃখিত। আমি হয়ত সবাইকে নিরাশ করব কিন্তু তাও বলব আমাদের অফক্রিন কেমিস্ট্রিতে হয়ত খুব কম ছবি আমার আর ওঁর,দুজনেরই দেখতে পাবে। কারণ এই ধরনের কমেন্ট,যে কমেন্ট আমার থেকে ছোট সহঅভিনেত্রীকে,সবেমাত্র ২২-২৩ বছর, সবেমাত্র জীবন দেখতে শুরু করেছে, তাঁকে যদি ওরকম নোংরা ভাষায় আক্রমণ করা হয় আমার খুব কষ্ট লাগবে। তাই আমি অন্তত কোনো ছবি পোস্ট করব না বা রিল তো করবই না,ওঁর ভবিষ্যতের দিকে নজর দিয়ে। ওঁ আমার থেকে ছোটো, স্নেহের খুব,সে যখন কষ্ট পেয়েছে,আমিও তাতে খুব কষ্ট পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে সব ছবি ডিলিট করে দিয়েছি।”

আরও পড়ুন:Dev:”মা আমাকে চিনতে পারেনি…’হঠাৎ কি ঘটেছিল দেবের সাথে? এক অদ্ভুত ঘটনার কথা জানালেন তিনি

এছাড়াও অভিনেতাকে জিজ্ঞেস করা হয় তাঁদের অনস্ক্রিন বন্ডিং কতটা ভালো? অভিনেতা জানান,”আমি ওঁকে খুব শ্রদ্ধা করি। স্নেহ করি। আমার ওঁর কাজের প্রসেস খুব ভালো লাগে। আমি সবার সাথে কাজ করেছি কিন্তু ওঁর কাজের ধরন আলাদা।”

আরও পড়ুন:Dev-Subhashree ‘Dhumketu’ Interview:”যদি ফের আবদার করে তাহলে পৃথিবীতে কোনও শক্তি নেই সেটাতে না বলার…”,তাহলে কি আবারও দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে? মুখ খুললেন দেব

Leave a Comment