Debchandrima-Arjun:’আড্ডাটাইমস’-এর হাত ধরে নতুন ওয়েব সিরিজে ফিরছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়

Spread the love

Debchandrima-Arjun:’আড্ডাটাইমস’-এর হাত ধরে নতুন ওয়েব সিরিজে ফিরছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়

প্রকাশ্যে একে অপরের বাহুডোরে দেবচন্দ্রিমা-অর্জুন? ভাবছেন ব্যাপার কী? তবে কি একে অপরের প্রেমে পড়লেন তাঁরা?

ওটিটি প্ল্যাটফর্ম ‘আড্ডাটাইমস’-এ আসছে ‘তোমাকে বুঝিনা প্রিয়’ নতুন সিরিজ। একে অপরের প্রেমে ডুব দেবেন অর্জুন চক্রবর্তী ও দেবচন্দ্রমা সিংহ রায়।

.Piyali Sasmal:”লাইমলাইটে আসার জন্য বা কাজ পেতে শরীর না দেখালেও হয়…” উদ্দাম নাচ সঙ্গে পোশাক নিয়ে কটাক্ষ অভিনেত্রী পিয়ালী শাসমলকে

এই সিরিজের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা। পরিচালনায় অরিজিৎ টোটোন চক্রবর্তী। ইতিমধ্যেই, শহরের বিভিন্ন জায়গায় চলছে সিরিজের শুটিং। চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিরিজটি।

সিরিজে ‘ঝিনুক’-এর ভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমাকে। অন্যদিকে, অর্জুনকে দেখা যাবে ‘ঋক’-এর চরিত্রে। গল্পে দেখা যাবে,বাবার অসুস্থতার কারণে ‘ঝিনুক’কে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সে তার বাবার অসুখ সারানোর জন্য ঋণ নেয় এবং পরিশোধ করতে ব্যর্থ হয়।

অন্যদিকে, গল্পের নায়ক ‘ঋক’ ঋণ আদায়কারী এজেন্ট। সে ঋণের টাকা আদায় করতে ঝিনুকের বাড়িতে আসে। তার বাবার স্বাস্থ্যের অবস্থা দেখে।

.Sumi Har Chowdhury:মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় পাওয়া গেল টলিপাড়ার অভিনেত্রী সুমি হর চৌধুরীকে

ঋণের টাকা নিয়ে তাদের দু’জনের মধ্যে ঝগড়া হয়। অবশেষে ঋক টাকা ফেরত না পেয়ে বিরক্ত হয়ে ঝিনুকের স্কুটি নিয়ে নেয়। ঝিনুক তার স্কুটি ফেরত দেওয়ার জন্য বার বার অনুরোধ করতে থাকে। তার মধ্যে তার বাবার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শেষে তার বাবা মারা যায়। ঝিনুকের বাবা মারা যাওয়ার পর ঋক নিজেকে দোষী মনে করে। ঝিনুককে সাহায্য করতে চায়। সে ক্ষমা চেয়ে নেয়।

Debleena Dutt:”বয়কট করা হোক,ছি! কিছু বলার নেই। সংস্কৃতির মানকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?…”

এই পরিস্থিতি থেকে কিনুককে বের করার চেষ্টা করে। চেষ্টা করে ঝিনুককে ঋণ থেকে মুক্তি দিতে। সমস্ত কিছুর মধ্যে ঋক এবং ঝিনুক কীভাবে প্রেমে পড়ে তা এই সিরিজে তুলে ধরা হবে।

Saheb Bhattacharya:সম্প্রতি অভিনেতা সাহেব ভট্টাচার্যের ন/গ্ন ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় নেটমহল! সত্যিই কি অর্থের লোভ নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারসাজি?

Leave a Comment