Debchandrima-Kiran:”সমস্যা এটাই যে বিশ্বাস করে ঠকেছি, ভালোবাসাটা যদি কেউ দিতে অক্ষম হয়…”কিরণের সাথে বন্ধুত্ব নিয়ে প্রথমবার মুখ খুললেন দেবচন্দ্রিমা! ফাঁস করলেন আসল সত্যি
“সমস্যা বিশ্বাস করে ঠকেছি, এটাও জীবনের একটা অংশ। ভালোবাসাটাও যদি সে দিতে অক্ষম হয়। তাহলে আমার জীবনে সত্যি কারোর প্রয়োজন নেই…” হঠাৎ করে কাকে উদ্দেশ্য করে এমন কথা বললেন দেবচন্দ্রিমা সিংহ রায়?
টলি থেকে বলি টেলিভিশন পর্দার অতি পরিচিত মুখ অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। ধারাবাহিক থেকে ওয়েব সিরিজ, যেকোনো মাধ্যমেই চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেতে চলেছে ‘তোমাকে বুঝিনা প্রিয়’ ওয়েব সিরিজটি। যেখানে নায়িকাকে অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে। সেখানেই এক সাক্ষাৎকারে নিজের জীবনের ওঠাপড়া, প্রেম, কিরণের সঙ্গে বন্ধুত্ব সবকিছু নিয়ে স্পষ্ট কথা, সবাইকে জানালেন তিনি।
আরও পড়ুন:Dev-Subhashree:দীর্ঘ ৯ বছর পর আবার মুখোমুখি, প্রথম দেখাতেই একে অপরের সাথে কী কথা বললেন দেব-শুভশ্রীর?
অভিনয়ের পাশাপাশি একাধারে তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো আরেক দিকে একজন ব্যবসায়ী। বর্তমানে টলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রীই নিজের ব্যবসা শুরু করেছেন। কেউ রেস্তরাঁ খুলেছেন। কারোর আবার রয়েছে জিম। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতত্রী। নিজস্ব শাড়ির ব্যবসা শুরু করছেন অভিনেত্রী।তাঁর শাড়ির ব্র্যান্ডের নাম ‘ইন্দিরা’,মায়ের নামেই শুরু করলেন নতুন ব্যবসা। শাড়ি পরতে প্রচণ্ড ভালবাসেন অভিনেত্রী। তা নিয়ে পড়াশোনাও রয়েছে। তাই এই ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনটাই জানান অভিনেত্রী।
কিছু মাস আগে কিরণ মজুমদারের সাথে শোনা যায় তাঁর বন্ধুত্ব ভেঙে গেছে। তা নিয়েই অবশ্য দুজনকেই কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। সেই প্রসঙ্গে অভিনেত্রী দেবচন্দ্রিমা স্পষ্ট জানিয়েছেন,”কিরণ আই লাভ ইউ কিরণ,কোনো অসুবিধা আমাদের মধ্যে নেই,খুব ভালোবাসি আমি ওঁকে এবং আমাদের বন্ধুত্বে কোনোরকমের কোনো ফাটল তৈরি হয়নি। সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজেদের ব্যবসা করার জন্য অনেক কিছু খবর লিখে ফেলেন,না কিছু জেনে। আমাদের কাছে থেকে কোন তথ্য না নিয়েই, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে নিজস্ব বক্তা,তারা নিজস্ব বক্তব্য রাখতেই পারেন, সেটা নিয়ন্ত্রণ করার মত সময়, ইচ্ছা, কিছুই করার মত সময় আমার তো নেই। কিরণের সাথে আমার কোনো সমস্যা হয়নি। লোকের এটাই সমস্যা মনে হয়েছে,যে পরিস্থিতিতে আমাদের বন্ধুত্বটা তৈরি হয়েছে, সেখান থেকে কোনো সমস্যা হতে পারে! তো সবাইকে একটাই কথা বলে দিতে চাই সেটা কখনই হবে না। ওই ঘটনাটির মূল্য আমাদের দুজনের কারোর কাছেই নেই। দর্শকদের একটাই কথা বলব বাইরে থেকে দেখে বিচার না করাই ভালো।”
আরও পড়ুন:Debchandrima-Arjun:’আড্ডাটাইমস’-এর হাত ধরে নতুন ওয়েব সিরিজে ফিরছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়
অতীতের সব কিছু মুছে ফেলেছেন তিনি। সবার আগে নিজেকে ভালো রাখার চেষ্টায় আছেন অভিনেত্রী। তাই জীবনে কি কারোর সাপোর্টের দরকার হয় তাঁর?এই প্রসঙ্গে তিনি বলেন,”আমার জীবনে প্রয়োজন কারোর নেই। আমি থাকতে যদি চাই কারোর সাথে, আমি সেই মানুষটাকে চাই,ভালোবেসে রাখতে চাই। সেই মানুষটার প্রয়োজন আছে বলে রাখতে চাই এমনটা নয়। সবই তো একা করে নিচ্ছি রান্না থেকে শুরু করে নিজের যাবতীয় সব কাজই তো একা করে নিচ্ছি। একটা মানুষের জীবনে আলাদা করে ভালবাসার দেওয়ার প্রয়োজন হয়। ভালোবাসাটাও যদি সে দিতে অক্ষম হয়। তাহলে আমার জীবনে সত্যি কারোর প্রয়োজন নেই।”