Debleena Dutt:”বয়কট করা হোক,ছি! কিছু বলার নেই। সংস্কৃতির মানকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?…”
রবি ঠাকুরের চণ্ডালিকার সঙ্গে বলিউড মিশে একাকার!
জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’,বর্তমানে কিছু কারণে একাধিকবার চর্চায় উঠে এসেছে। নাচকে নানান রূপে তুলে ধরছে এই শো। অনেক সময় হিন্দি-বাংলা গানের মিশ্রণে একাধিক প্রতিযোগীকে নাচ করতে দেখা যায়। শোয়ের একাধিক নাচ যেমন দর্শকদের হৃদয় ছুঁয়ে ফেলে,ঠিক তেমনই কিছু নাচ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
কিছুদিন আগেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর নাচের কিছু স্টেপ ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। যা নিয়ে তুমুল ট্রোল হয়েছিল। যা দেখে রীতিমতো রেগে লাল দর্শক।
সম্প্রতি সমাজমাধ্যমে ডান্স বাংলা ডান্সের একটি নাচের দৃশ্য দারুণ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এবারের অন্যতম প্রতিযোগী অনুষ্কার সঙ্গে পারফর্ম করছেন জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। তাঁদের দুজনের সাজ পোশাক দেখেই বোঝা যাচ্ছে যে তাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’ পারফর্ম করছেন।
Saina Nehwal Divorce:বিয়ের সাত বছর পর ঘর ভাঙছে সাইনা নেহওয়াল এবং পরুপল্লী কশ্যপের
কিন্তু সেখানে নেই ‘চণ্ডালিকা’র কোনও গান বা সংলাপ। রয়েছে বলিউড গান। ‘তেরে বিনা জিন্দেগি সে’ গানটি ব্যবহার করে আনন্দ এবং চণ্ডালিকার কথা তুলে ধরা হয়েছে এই নাচের মাধ্যমে। আর তারপরই কটাক্ষের মুখে পড়েছে এটি।
বিচারকরা এই নাচ দেখে যতই মুগ্ধ বা প্রশংসা করুক না কেন নেটপাড়ায় বিদ্রুপ, কটাক্ষের বন্যা বইছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কোনও চরিত্রকে নিয়ে এমন মজা? এমন ফিউশন মোটেই মেনে নিতে পারেননি নৃত্যশিল্পী এবং দর্শকরা।
Rahul Banerjee:বড়সড় জালিয়াতির শিকারে রাহুল!চোখের নিমেষেই কত টাকা হারিয়ে ফেললেন অভিনেতা?
এক ব্যক্তি এই ভিডিও শেয়ার করে লেখেন,’সব কিছুর সীমা ছাড়িয়ে গেল। আর কিছু বাকি নেই! কিচ্ছুটি না! একজন নৃত্যশিল্পী হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর সকলকে বলছি, আপনারা সরব হন। না হলে আমাদের পরবর্তী প্রজন্ম নিজের শিকড় ভুলে যাবে,পায়ের তলার মাটি খুঁজে পাবে না আর কিছু দিন পর।’
Prosenjit Chatterjee Controversy:ফের বিতর্কের মুখে বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অপরজন লেখেন,’প্রথমত এই রিয়েলিটি শো’টা বন্ধ করে দেওয়া হোক। পাবলিক বয়কট করছে না বলেই যা খুশি তাই করবার সাহস এরা দেখাতে পারছে। ছি! কিছু বলার নেই।’তৃতীয় ব্যক্তি লেখেন,’ছিঃ ছিঃ। এদের এই ভাবনা গুলো কি করে আসে।’
Subhashree Ganguly:অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বিচারক হওয়ার যোগ্য কি না, তা নিয়ে চলছে বিস্তর চর্চা