Debleena-Tathagata:”দেবলীনার সঙ্গে আমার গভীর বন্ধুত্ব নেই। কিন্তু এটা বুঝেছি, ও খুবই ভালো মনের মানুষ…” স্বামীর প্রেমিকাকে ভালোবাসেন দেবলীনা! তাঁর করা মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন আলোকবর্ষা।
“আমিও আলোকবর্ষাকে প্রচন্ড ভালোবাসি, কারণ ও তথাগতকেও খুশি রাখে”…স্বামীর প্রেমিকাকে ভালোবাসেন দেবলীনা!
“দেবলীনার সঙ্গে আমার গভীর বন্ধুত্ব নেই। কিন্তু এটা বুঝেছি, ও খুবই ভালো মনের মানুষ…” দেবলীনার করা মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন আলোকবর্ষা
অভিনেতা তথাগত মুখার্জীর জীবনে নারীর সংখ্যা কম নয়। বরাবরই পোষ্যপ্রেমী অভিনেতা। ভালোবেসে অভিনেত্রী কন্যাকুমারী মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদে পরিণত হয়। এরপর ২০১২ সালে দ্বিতীয়বার দেবলীনা দত্তের সঙ্গে সাত পাক ঘোরেন তথাগত। ২০২১ সালের শেষের দিকে ভাঙন ধরে তাঁদের সম্পর্কে। তাঁদের এই বিচ্ছেদের কারণ হিসেবে উঠে আসে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের নাম। অভিনেত্রীর সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় জোর চর্চা। যদিও দুজনেই বরাবর বলে এসেছেন তাঁরা একে অপরের ভালো বন্ধু।
এর মাঝেই আবার প্রেমে পড়েছেন তথাগত। সম্প্রতি তথাগতর পরিচালিত ছবি ‘রাস’ মুক্তি পেয়েছে। এই ছবিতে কাজ করতে গিয়েই আলোকবর্ষা বসুর প্রেমে পড়েন তিনি। একসাথে কোনো ছবির প্রিমিয়ার থেকে ঘুরতে যাওয়া, একান্তে সময় কাটানোর নানান ছবি তাঁদের সমাজমাধ্যমের পাতায় মাঝেমধ্যেই তুলে ধরেন তাঁরা।
তবে এখনও তথাগতর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ হয়নি দেবলীনার। তবে প্রাক্তন স্বামীর প্রেমিকাকে নিয়ে কোনো ক্ষোভ নেই তাঁর মনে এমনটাই তাঁর এক সাক্ষাৎকারে দেখা যায়। যেখানে অভিনেত্রী জানান,”তথাগত যেটাতে খুশি আমিও সেটাতেই খুশি। তথাগত যাকে ভালোবাসে, আমিও তাঁকে ভালোবাসি। তথাগত যদি আলোকবর্ষাকে ভালোবাসে, আমিও আলোকবর্ষাকে ভালোবাসবোই। বাধ্য আমি ভালবাসতে। কিন্তু তথাগত যদি আলোকবর্ষাকে ভালোবাসে, আলোকবর্ষার সঙ্গে খুশি থাকে। সেই জন্য আমিও আলোকবর্ষাকে প্রচন্ড ভালোবাসি, কারণ ও তথাগতকেও খুশি রাখে।”
দেবলীনার এমন মন্তব্যে পাল্টা উত্তর দিয়েছেন আলোকবর্ষা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দেবলীনার সঙ্গে আমার পরিচয় আছে। আমি, তথাগত এবং দেবলীনা তিন জনেই পোষ্যপ্রেমী। সেই হিসাবে পরিচয় হয়েছিল। আমরা তিন জনেই নিজেদের জীবনে খুশি। তবে দেবলীনার সঙ্গে আমার গভীর বন্ধুত্ব নেই। কিন্তু এটা বুঝেছি, ও খুবই ভালো মনের মানুষ। আর ভালোবাসা তো ভালোই ব্যাপার। যদিও তথাগতর অতীত বা প্রাক্তন নিয়ে সে ভাবে ভাবি না। সবাই ভালো থাকলেই ভালো।”