Debosree Ganguly:‘না, বুকের বাঁদিকটা ওঁর চিনচিন, ঝিনঝিন কোনওটাই করেনি…’ দেব-শুভশ্রীকে নিয়ে নেটিজেনদের কটাক্ষের মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রী গাঙ্গুলী!
সম্প্রতি দেব-শুভশ্রী অভিনীত শেষ ছবি ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চের দিনে ১০ বছর পর একসঙ্গে দেখা গিয়েছে টলিউড মেগাস্টার দেব এবং লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলীকে। বর্তমানে দুজনেই তাঁদের নিজ নিজ জায়গায় পরিচিতি এবং প্রতিষ্ঠা দুটোই অর্জন করে নিয়েছেন। বহু বছর হয়ে গিয়েছে তাঁদের ব্যক্তিগত বিচ্ছেদের। তবে এতদিন বাদে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে একাধিক মন্তব্যের সম্মুখীন হতে হয় তাঁদের সঙ্গী রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকে। এবার সেই সব কটাক্ষের মোক্ষম জবাব দিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গাঙ্গুলী।
“না, বুকের বাঁ দিকটা ওঁর চিনচিন, ঝিনঝিন কোনওটাই করেনি”, বললেন দেবশ্রী। রাজ চক্রবর্তী যে শুধু সফল পরিচালক বা প্রযোজক তাই নয়, নিজগুণে বর্তমানে বিধায়কের কর্তব্যও পালন করে চলেছেন তিনি। পাশাপাশি তিনি একজন সফল স্বামী এবং বাবাও। তাঁদের এত বছরের বিবাহিত জীবনে রাজ চক্রবর্তী ভালোভাবেই চেনেন এবং বোঝেন তাঁর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। উনি জানেন, একটা ছবি প্রচার করে কীভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে হয়। সেই সময় যা যা পদ্ধতি অবলম্বন করতে হয়, সেই বিষয়েও একেবারেই অনভিজ্ঞ নন রাজ। দেবশ্রী জানান, রাজই ওঁর বৌয়ের সবচেয়ে বড় সমর্থক, উৎসাহদাতা, ‘চিয়ার লিডার’।
দশ বছর পর মুক্তি পাচ্ছে একসময়ের হিট জুটি, দেব-শুভশ্রীর অভিনীত ‘ধূমকেতু’। তার জন্যই ট্রেলার লঞ্চের দিনে গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল এই জুটির। এর আগে প্রোমোশনের জন্য দর্শকদের সামনে আলাদা আলাদাভাবে এসেছেন দুজনেই। তবে ট্রেলার লঞ্চের সময় একসাথে একই মঞ্চে দেখা যায় ২০’র দশকের জনপ্রিয় দুটি দেব এবং শুভশ্রীকে। তাঁদের একসাথে এক মঞ্চে দেখে যে দর্শকেরা আপ্লুত হয়ে যাবেন, তা আগে থেকেই জানা ছিল অনেকেরই। আর হয়েছিলও ঠিক সেটাই। তবে এর মাঝে ওই ইভেন্টের একাধিক ক্লিপ এবং তাঁদের পারফরম্যান্সের ছবি ভাইরাল হয়, একাধিক কুমন্তব্যের মুখোমুখি হতে হয় তাঁদের এবং তাঁদের জীবনসঙ্গীদের।
এই বিষয়ে অবশ্য প্রতিবাদ জানিয়ে দেব ক্ষমা চেয়েছেন শুভশ্রী গাঙ্গুলী, রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রর কাছে। এই বিষয়ে দেবশ্রী গাঙ্গুলী জানালেন, “আমি আমার ছোট বোনের জন্ম, বেড়ে ওঠা, ইন্ডাস্ট্রি জয় করা, দেবের সঙ্গে বন্ধুত্ব এবং মন ভাঙা— সব কিছুর সাক্ষী।” তাঁর আদরের বোন যে প্রত্যেক মুহূর্তে নিজেকে দক্ষ অভিনেত্রী করে তুলেছে, তাঁর জন্য বর্তমানে গর্বিতবোধ করছেন দিদি দেবশ্রী। শুভশ্রী শুধু যে সাফল্যের শিখরে পৌঁছেছেন তাই নয়, এর পাশাপাশি তিনি ভালো মা হয়ে তাঁর সন্তান এবং সংসার সামলে যাচ্ছেন প্রতিনিয়ত, ভালো স্ত্রী হিসেবে স্বামীর দেখভালও করছেন।
ট্রেলার লঞ্চের দিনে মঞ্চে যে ইতিহাস তৈরি হয়েছে, তার নেপথ্যে দেব বা শুভশ্রীর পাশাপাশি ছিলেন তাঁদের জীবনসঙ্গীরাও। রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্র তাঁদের সঙ্গীদের ওপর ভরসা রেখেছেন বলেই তৈরি হয়েছে এই ইতিহাস। দেবশ্রী এও জানিয়েছেন, “ভুলে যাবেন না, দেব-শুভশ্রী দু’জনেই পেশাদার। ওঁরা কাজ করে নিজের বাড়ি ফেরে। আমার বোন কারও বউ। দুই সন্তানের মা। দেব তেমনই কারও সন্তান। কারও প্রেমিক।”
এই বয়সে তাঁরা দুজনেই যে নিজেদের ব্যক্তিগত জীবনে আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন, এবং পেশাদারী জীবনে তাঁদের সঙ্গীদের সমর্থন ক্রমাগত পেয়ে যাচ্ছেন, সেই বিষয়ে কোন সন্দেহ থাকতে পারে না। “দেব এবং শুভশ্রী দুজনেই জানে, কোথায় সীমা টানতে হয়। তাই রাজের বুকে চিনচিনে ব্যথা হয় না বরং গর্বে ফুলে ওঠে।” জানালেন দিদি দেবশ্রী। শুভশ্রী আগের তুলনায় অনেক বেশি সংযত অথচ আবেগপ্রবণ একজন মানুষ।
পেশার পাশাপাশি অভিনেত্রী8 পরিবারের যথেষ্ট প্রিয় পাত্রী। একই সাথে লাইট-ক্যামেরা-অ্যাকশনের আলোকিত জগত এবং নিজের সংসার দুটোই ভারসাম্য রক্ষা করে চলেছেন প্রতিমুহূর্তেই। পাশাপাশি তাঁর চলার পথে আরও অনুপ্রেরণা যুগিয়ে চলেছেন স্বামী রাজ চক্রবর্তী। তাই দেবশ্রীর কথায়, “আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী রাজ চক্রবর্তী।”
আরও পড়ুন:Dev-Subhashree:”শুভশ্রী, রাজ, রুক্মিণীর কাছে আমি ক্ষমা চাইছি…”,নোংরামির বিরুদ্ধে মুখ খুললেন দেব