Dev:পুরানো কথা রাখতেই প্রেমিকাকে করেছিলেন নিজের প্রথম প্রযোজিত ছবির নায়িকা, তারপরেই বিচ্ছেদ! সম্পর্ক নিয়ে অকপট টলিউড সুপারস্টার দেব

Spread the love

Dev:পুরানো কথা রাখতেই প্রেমিকাকে করেছিলেন নিজের প্রথম প্রযোজিত ছবির নায়িকা, তারপরেই বিচ্ছেদ! সম্পর্ক নিয়ে অকপট টলিউড সুপারস্টার দেব।

পুরানো কথা রাখতেই প্রেমিকাকে করেছিলেন নিজের প্রথম প্রযোজিত ছবির নায়িকা, তারপরেই বিচ্ছেদ! আক্ষেপের সুরে সব কিছু ভুলে থাকার চেষ্টা স্পষ্ট ফুটে উঠল টলিউড সুপারস্টার দেবের কণ্ঠে।

বর্তমানে টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে দেব-শুভশ্রী গুঞ্জন। কখনও পুরানো সম্পর্কের কখনও বা বর্তমান সম্পর্কের সমীকরণ। এসবের কেন্দ্রবিন্দুতে আছে দীর্ঘ ৯ বছর পর মুক্তি পেতে চলা ছবি “ধূমকেতু”।

আরও পড়ুন:Dev-Subhashree ‘Dhumketu’ Interview:”যদি ফের আবদার করে তাহলে পৃথিবীতে কোনও শক্তি নেই সেটাতে না বলার…”,তাহলে কি আবারও দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে? মুখ খুললেন দেব

“ধূমকেতুর” প্রথম প্রচার পর্ব ও ছবির দুটি গান মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। কিন্তু এসবের মাঝে দর্শকদের একটাই আক্ষেপ! সবকিছু আশানুরূপ হলেও, এখনও তাঁদের একসাথে ফ্রেমবন্দি হতে দেখা যায়নি।

তবে অনুরাগীদের কাছে একটা বার্তা পৌঁছে গেছে ইতিমধ্যেই। দেব-শুভশ্রীর পুরানো প্রেমের গুঞ্জন বর্তমানে কারোরই অজানা নয়। সেই গুঞ্জনেই এবার পাকাপাকিভাবে সিলমোহর বসালেন অভিনেতা দেব!

আরও পড়ুন:Dev:”মা আমাকে চিনতে পারেনি…’হঠাৎ কি ঘটেছিল দেবের সাথে? এক অদ্ভুত ঘটনার কথা জানালেন তিনি

সম্প্রতি বড়পর্দায় “ধূমকেতু” ছবি মুক্তি পেতে চলেছে। আর সেই ছবির প্রচার সূত্রেই সাংবাদিক বৈঠকে বসেন দেব ও শুভশ্রী দু’জনেই, যদিও আলাদা আলাদাভাবে সাক্ষাৎকার দিয়েছেন তাঁরা।

সেখানেই একটি সাক্ষাৎকারে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, তাঁর আর শুভশ্রী গাঙ্গুলির অতীতের সম্পর্কের বেশ কিছু কথা। সেখানে থেকেই উঠে আসে তাঁদের জুটির বেশ কিছু পুরানো স্মৃতি।

তাঁকে জিজ্ঞেস করা হয় “তাঁদের সম্পর্ক থাকাকালীন অভিনেতা কী কখনও এমন কথা দিয়েছিলেন যে,কখনও ছবি প্রযোজনা করলে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকেই তিনি নায়িকা হওয়ার জন্য প্রথম প্রস্তাব দেবেন ?” তিনি তাঁর সেই উত্তরে ঠোঁটের কোণায় একটা চাপা হাসি দিয়ে জানান “মনে পড়ছে না,সত্যি মনে পড়ছে না, আর পুরানো দিনের কথা কিছু মনে নেই আমার মনে হয়।”

আরও পড়ুন:Manasi Sinha:’মমতা শঙ্করদি পুরানো দিনের মানুষ,উনি সময়ের সঙ্গে নিজেকে পাল্টাতে পারেননি,উনি যা বলেছেন আমি বিশ্বাস করিনা…”,বিতর্কের মাঝে হঠাৎ কি বললেন মানসী সিনহা?

অভিনেতার এই উত্তর সকল অনুরাগীদের বুঝিয়ে দিয়েছে তাঁদের সম্পর্কে বিচ্ছেদ হলেও থেকে গেছে এক অজানা গল্প লোকচক্ষুর অন্তরালে। তবে দেব শুভশ্রীর সম্পর্ক নিয়ে যে জল্পনা ছিল তা স্পষ্ট হয়েছে অনুরাগীদের কাছে।

 

 

Leave a Comment