Dev:”মা আমাকে চিনতে পারেনি…’হঠাৎ কি ঘটেছিল দেবের সাথে? এক অদ্ভুত ঘটনার কথা জানালেন তিনি

Spread the love

Dev:”মা আমাকে চিনতে পারেনি…’হঠাৎ কি ঘটেছিল দেবের সাথে? এক অদ্ভুত ঘটনার কথা জানালেন তিনি

“মা আমাকে চিনতে পারেনি,গলার আওয়াজ শুনেও বুঝতে পারেনি…”, ‘ধূমকেতু’ ছবির শুটিংয়ের মাঝে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনার কথা জানালেন সুপারস্টার দেব,হঠাৎ কি ঘটেছিল তাঁর সাথে?

‘চ্যালেঞ্জ’, ‘পরান যায় জ্বলিয়া রে’ ছবিতে দেব-শুভশ্রীর সেই অনস্ক্রিন নস্টালজিয়া উসকে দীর্ঘ ১২ বছর পর বড়পর্দায় ফিরছে এককালীন ফেমাস জুটি। ‘ধূমকেতু’র মাধ্যমেএই চেনা ছন্দে দর্শকদের কাছে ফিরতে চলেছে দেব-শুভশ্রী জুটি। অনেক বছর পর পর্দায় তাঁদের একসাথে দেখার উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দর্শকদের মধ্যে।

আরও পড়ুন:Dev-Subhashree ‘Dhumketu’ Interview:”যদি ফের আবদার করে তাহলে পৃথিবীতে কোনও শক্তি নেই সেটাতে না বলার…”,তাহলে কি আবারও দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে? মুখ খুললেন দেব

মুক্তির অপেক্ষায় এই জুটির নতুন ছবি ‘ধূমকেতু’। তার আগে সিনেমার প্রচারে ব্যস্ত দুজনেই। এর মাঝে একদিকে যেমন মা-ছেলের সুন্দর মুহূর্ত উদযাপন দেবের, তো অন্যদিকে পরবর্তী ছবির জন্য নাইট শিফট করছেন শুভশ্রী। অদিতি রায়ের পরিচালনায় আসন্ন সিরিজ অনুসন্ধানে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। অপরদিকে দেব,সাংসদের দায়িত্ব সামলাচ্ছেন আর অন্যদিকে নতুন ছবির প্রচার করছেন। অভিনব কায়দায় ‘ধূমকেতু’র গান ‘মা’-এর প্রচার করলেন সুপারস্টার দেব।

কাজের ব্যস্ততার মাঝে কয়েকদিন আগে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন দেব। সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। এবার মা-ছেলের একটি ভিডিও পোস্ট করে ‘ধূমকেতু’র গানের প্রচার সেরে ফেললেন তিনি। যেখানে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে বিমানযাত্রার কিছু মুহূর্ত ও সঙ্গে ‘ধূমকেতু’র ছবির গান। এমন অভিনব উদ্যোগের জন্য প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। আর এর মাঝেই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেতা।

আরও পড়ুনDev:”এমনি’টা, এমনি ভাবেই এসেছে,রুক্মিণী বলল…”, ‘এমনি’ ক্যাপশনের আসল রহস্য হল ফাঁস করলেন সুপারস্টার,কথা শুনে অবাক নেটিজেনরা!

চরিত্রের খাতিরে কখনও দেহের বা কখনও মুখের পরির্বতন করতে হয়। টলিউড ইন্ডাস্ট্রিতে এখন প্রস্থেটিক মেকআপের চল। ‘ধূমকেতু’তে দেবকে এমন মেকআপ করতে হয়, যা দেখে অভিনেতার মাও তাঁকে চিনতে পারেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয় যে, তাঁর এই লুকটা নিয়ে প্রথম কার সামনে গিয়ে তিনি দাঁড়িয়েছিলেন? উত্তরে অভিনেতা জানান, তাঁর মা। তিনি বলেন,”মাকে,আমার শুটিংয়ে ডেকেছিলাম। মা যথারীতি আমার সব শুটিংয়ে আসে,ঘুরতে আসে। যেহেতু আমি মনিটরের পাশে বসে থাকি,ওটাই আমার জায়গা, তো মাও মনিটরের পাশে গিয়ে বসে ‘রাজু’ নাম ধরে ডাকতে থাকে, যেহেতু মা আমাকে ‘রাজু’ বলে ডাকে। পাশে একটা বয়স্ক লোক বসেছিল। তাঁকে জিজ্ঞেস করে আপনি কে? মা তখন বলে আমি দেবের মা। মা তখনও বুঝতে পারেনি যে আমি ওটা। পাশে বসে কথা বলছে,আড্ডা দিচ্ছে। গলার আওয়াজ শুনেও বুঝতে পারেনি। তারপর এক ঘণ্টা পর যখন বললাম আমি দেব। তখন মা দেখে অবাক। তখন মা বলে একটা চুমু খাব। তো সেই ছবিটা এখনও আমার কাছে আছে। সবকিছু হারিয়ে গেছে তবে মোবাইলে তোলা ছবিগুলো, স্মৃতিগুলো আছে।”

আরও পড়ুনDev-Subhashree-Raj:”দেব আছে,শুভশ্রী আছে,অনেকদিন অপেক্ষা করেছিলাম ছবিটার জন্য আমিও…” ,’ধূমকেতু’ আসার অপেক্ষায় পরিচালক রাজ চক্রবর্তী! দেব-শুভশ্রীর জুটি নিয়ে প্রথমবার কি বললেন?

 

Leave a Comment