Dev-Srijit Mukherjee:দেবের অনুরোধেই এবার পুজোয় সৃজিতের ছবি আসছে না বড়পর্দায়!

Spread the love

দেবের অনুরোধেই এবার পুজোয় সৃজিতের ছবি আসছে না বড়পর্দায়!📌

সামনেই আসন্ন পুজো! বাঙালির দুর্গাপুজোর আর বাকি নেই বেশি দিন, এর মাঝেই টলিপাড়ার বড় আপডেট দিলেন পরিচালক সৃজিত মুখার্জি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালক সৃজিত জানালেন “এবার পুজোয় বড়পর্দায় আসছে না সৃজিত ম্যাজিক!” অর্থাৎ, এবার দুর্গাপুজোয় বড়পর্দায় মুক্তি পাবে না পরিচালক সৃজিত মুখার্জির ছবি।

কেন? তাঁর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন ‘টেক্কা’ ছবির শ্যুটিংয়ের সময়ই তাঁর সঙ্গে অভিনেতা তথা প্রযোজক দেবের সাথে কথা হয় তাঁর এবিষয়ে, তাঁরা দুজনেই মনে করেন বাংলা ছবির দর্শক খুব নির্দিষ্ট। একই সময় বা যেকোনো বড় উৎসবে দুটো বড় বাংলা ছবি একই সঙ্গে মুক্তি পেলে দর্শক ভাগ হয়ে যায় সেখানে। ফলত কম-বেশি সব ছবিই ক্ষতিগ্রস্ত হয়।

এমনিতেই পুজোতে ‘রঘু ডাকাত‘ ও ‘রক্তবীজ ২’-এর মতো বড় ছবি আসছে বাংলা সিনেমার বড়পর্দায়। তাই তিনি দেবের সাথে কথা বলে ঠিক করেন তিনি তাঁর ‘লহ গৌরাঙ্গের নাম’ ছবিটি ক্রিসমাস-এর সময় নিয়ে আসবেন। তিনি এটাও জানান এই বোঝাপড়াগুলো বন্ধুদের সঙ্গেই করা সম্ভব।

এবিষয়ে অভিনেতা দেব জানান “সৃজিতদা কথা দিয়েছে, এবার পুজোয় সৃজিতদার ছবি বড়পর্দায় আসছে না।” সেখানে যদিও বাংলা সিনেমা জগতের আরেক খ্যাতনামা পরিচালক শিবপ্রসাদ মুখার্জি কিছুটা সংশয় প্রকাশ করে বলেন “সৃজিতদা যেকোনো সময় আসতে পারেন”।

তবে এপ্রসঙ্গে যদিও পরিচালক সৃজিত মুখার্জি রসিকতার ছলে জানান, “তিনি বড়পর্দায় আসছেন না বলে যে আর কোথাও আসছেন না এবার পুজোয় সেরকমটা কিন্তু নয়।” মানে তিনি ওয়েব সিরিজ কিংবা অন্য কোনো প্লাটফর্মেও দিতে পারেন কোনো নতুন চমক।

Leave a Comment