Dev-Subhashree ‘Dhumketu’ Interview:”যদি ফের আবদার করে তাহলে পৃথিবীতে কোনও শক্তি নেই সেটাতে না বলার…”,তাহলে কি আবারও দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে? মুখ খুললেন দেব

Spread the love

Dev-Subhashree ‘Dhumketu’ Interview:”যদি ফের আবদার করে তাহলে পৃথিবীতে কোনও শক্তি নেই সেটাতে না বলার…”,তাহলে কি আবারও দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে? মুখ খুললেন দেব

“যদি ফের আবদার করে তাহলে পৃথিবীতে কোনও শক্তি নেই সেটাতে না বলার…”,’ধূমকেতু’ ছবির পর কি আবারও দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে? মুখ খুললেন দেব

নয় বছরের প্রতীক্ষার পর বক্স অফিসে ঝড় তুলতে আসছে ‘ধূমকেতু’। দর্শক মুখিয়ে আছেন দেব-শুভশ্রী জুটি অভিনীত এই শেষ ছবির জন্য।

একসময় টলিউড ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল ছিলেন তাঁরা। তবে সময়ের সাথে দুজনের পথ ভিন্ন হয়েছে। তবে এখনও অজানা তাঁদের বিচ্ছেদের কারণ। তাঁদের বিচ্ছেদ নিয়ে অনেক গুজব রটলেও আসল সত্য জানা যায়নি। জানা যায়, বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন ঠিকই, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত একসঙ্গে আর কোনও কাজ করেননি দেব-শুভশ্রী।

আরও পড়ুন:Dev:”এমনি’টা, এমনি ভাবেই এসেছে,রুক্মিণী বলল…”, ‘এমনি’ ক্যাপশনের আসল রহস্য হল ফাঁস করলেন সুপারস্টার,কথা শুনে অবাক নেটিজেনরা!

চলতি বছরের ১৪ অগস্ট অবশেষে ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে। এত বছর পরও এই ছবি নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। কিন্তু এই ছবির পর কি আর কোনও ছবিতে পরবর্তীকালে তাঁদের ফের জুটি বাঁধতে দেখা যাবে? দর্শকদের মনে এখন এই একটাই প্রশ্ন। এই প্রসঙ্গে দেব এক সাক্ষাৎকারে জানান,”এই ছবিটা যদি চলে, যাঁদের জন্য চলবে, মানে আমার ধূমকেতুর দর্শক, তাঁরা যদি ফের আবদার করে তাহলে পৃথিবীতে কোনও শক্তি নেই সেটাতে না বলার। তবে আমার মনে হয় ওটা ভবিষৎ। তাই ভবিষ্যতের কথা এখন থেকে বলে লাভ নেই। এখন দরকার ধূমকেতুকে আমরা মানুষের কাছে কীভাবে নিয়ে যাব বা পৌঁছে দিতে পারব, যাতে তাঁদের মনে হয় ধূমকেতু প্রথম দিনেই দেখতে হবে। সেটাই এখন আমাদের চেষ্টা।”

যদিও এই প্রসঙ্গে এর আগে এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছিলেন,”আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চরিত্রটা কী রকম সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার বিপরীতে কে আছেন সেটা নয়। আমাকে যে চরিত্রের জন্য অফার করা হবে সেটা যদি আমার ভালো লাগে, সেটার গুরুত্বটা যদি বুঝতে পারি… কারণ শুধু একটা গানের জন্য আমি কোনও ছবি করব না। যদি ভালো চিত্রনাট্য পাই, তাহলে না করার তো কিছু নেই।”

 

Leave a Comment