Dev-Subhashree:ছবি মুক্তির আগে আবারও কাছাকাছি দেব-শুভশ্রী! একসঙ্গে কালী মন্দিরে কোন মানতের উদ্দেশ্যে জনপ্রিয় ‘চ্যালেঞ্জ’ জুটি?
ছবি মুক্তির আগে আবারও দেবের কাছে ফিরছেন শুভশ্রী! একসঙ্গে কালী মন্দিরে কোন মানতের উদ্দেশ্যে জনপ্রিয় ‘চ্যালেঞ্জ’ জুটি?
প্রায় ১০ বছরের অপেক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী অভিনীত শেষ ছবি ‘ধূমকেতু’। আগামীকাল বড়পর্দায় ভক্তদের জন্য মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি। তবে তার আগেই একসঙ্গে দেখা যাবে সিনেমার জুটি তথা প্রাক্তন প্রেমিক-প্রেমিকা, দেব ও শুভশ্রী’কে। যদিও এর আগে ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের দিনেই সামনাসামনি হয়েছিলেন জনপ্রিয় এই জুটি। তবে এবারের নৈহাটির বড় মায়ের মন্দিরে যাচ্ছেন তাঁরা! কোন মানতের সাথে আবার এক হবেন দেব-শুভশ্রী?
‘ধূমকেতু’ ছবির স্বার্থে ব্যক্তিগত টানাপোড়েনের বরফ গলেছে, এর প্রমাণ পাওয়া গিয়েছে এই ছবির ট্রেলার লঞ্চের দিনেই। দেব এবং শুভশ্রীর স্বতঃস্ফূর্ত হাসি, আড্ডা থেকে শুরু করে মঞ্চে মন মাতানো নাচ, সব মিলিয়েই আবারও দর্শকেরা ফিরে পেয়েছেন ১০-১২ বছর আগের পুরানো স্মৃতি। তৈরি হয়েছে ইতিহাস।
এবার রাত পোহালেই বড় পর্দায় ১০ বছর পর একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে। স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’।
আরও পড়ুন:Dev-Subhashree:”শুভশ্রী, রাজ, রুক্মিণীর কাছে আমি ক্ষমা চাইছি…”,নোংরামির বিরুদ্ধে মুখ খুললেন দেব
ট্রেলার লঞ্চের দিনে মঞ্চে এটাই হয়ত শেষ একসঙ্গে এই ছবির প্রচার বলতে শোনা গিয়েছিল দেব’কে। তবে এবার আবারও কাছাকাছি হতে চলেছেন এই যুগল। বুধবার অর্থাৎ আজ নৈহাটিতে বড় মায়ের মন্দিরে একসাথেই পুজো দিতে যাচ্ছেন দেব ও শুভশ্রী। মানত না থাকলেও,রয়েছে একটাই কামনা ছবির সাফল্য। তাহলে কি অবশেষে ছবি মুক্তির আগে একসঙ্গে না আসার সেই মত পাল্টালেন অভিনেতা-অভিনেত্রী?
তবে এই বিষয়ে ছবির প্রযোজক রানা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে রাজি হননি। তাঁর বক্তব্য অনুসারে, এখনও পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্ট কোন খবর নেই। যদিও এই খবরের সত্যতা প্রকাশ পেয়েছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের বক্তব্যে। বিধায়ক জানিয়েছেন, এদিন তাঁর নির্বাচনী এলাকায় আসতে চলেছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। তবে তা রাজনৈতিক কারণে নয়, অভিনেতা দেব হিসাবেই শুভশ্রীর সঙ্গে যুগল হিসাবে ছবি মুক্তির সাফল্য কামনার জন্যই আসবেন তাঁরা।
আরও পড়ুন:Dev-Subhashree:দীর্ঘ ৯ বছর পর আবার মুখোমুখি, প্রথম দেখাতেই একে অপরের সাথে কী কথা বললেন দেব-শুভশ্রীর?
এই খবর ছড়িয়ে পড়তে, উদ্দীপনা তৈরি হয়েছে দুই তারকার অনুরাগীদের মধ্যে। এক্ষেত্রে শুভশ্রী গাঙ্গুলীর স্বামী পরিচালক এবং বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে বিধায়ক পার্থের যথেষ্ট পরিমাণে সখ্যতা রয়েছে। সেই হিসেবে শুভশ্রী বিধায়কের বন্ধুপত্নীও বটে। পাশাপাশি একই রাজনৈতিক উদ্দেশ্যে পার্থ এবং দেবের মধ্যেও সখ্যতা রয়েছে। আগে থেকে দেব ও শুভশ্রী যুগলের বড়মার মন্দিরে আসার বিষয়টি জানিয়ে দেওয়া হলেও, তাঁদের বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছেন বিধায়ক। পাশাপাশি উন্মাদনা তুঙ্গে ভক্তদের মধ্যে।