“আমিও চাই দিনের শেষে আমার স্ত্রী সন্তান থাক,যদি আমি এখন বিয়ে করি তাহলে তাকে সময় দিতে পারবো না ফলে সম্পর্ক ভেঙ্গে যাবে…”,বিয়ে নিয়ে দেবের অনীহাই কি তবে শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের কারণ?
একসময় টলিউড জুড়ে ছিল দেব-শুভশ্রী জুটি। যদিও পরে তাঁদের পথ আলাদা হয়ে যায়। তারপর থেকে তাঁদেরকে আর একসাথে সিনেমা করতে দেখা যায়নি।দুজনেই নিজেদের জীবন আলাদাভাবেই শুরু করেন।শুভশ্রী বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তীকে আর অপরদিকে দেব রুক্মিণীর সঙ্গে সম্পর্কে জড়ান।
দেব-শুভশ্রীর প্রেম কেন বিচ্ছেদে পরিণত হয়ে গেল? কেন দুজনের পথ আলাদা হয়ে গেল? এই নিয়ে নানান জনের নানান মত। কেউ কেউ দেবকে দায়ী করেন কেউ আবার রুক্মিণীকে। কেউ শুভশ্রীর হয়ে কথা বলেন, আবার কেউ দেবের হয়ে সাফাই দেন। ‘ধূমকেতু’ ছবির হাত ধরে বারবার উঠে আসছে দেব-শুভশ্রীর ভেঙে যাওয়া সম্পর্কের কথা।
এই সবকিছুর মধ্যে সম্প্রতি দেবের একটি পুরানো সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে নিজের বিয়ে নিয়ে বলতে শোনা যায় দেবকে।
দেব বলেন,”আমি বিয়ে নিয়ে ভীষণ সিরিয়াস। তবে আমি এখনই বিয়ে করতে চাই না কারণ আমি নিজের জীবন নিয়ে এখন ভীষণ ঘেঁটে আছি। আমার কাজ, রাজনীতি, ঘাটাল এই সব কিছু নিয়ে আমি খুব ব্যস্ত। আমার জীবনের যেই থাকুক না কেন, তাকে যদি আমি এখন বিয়ে করি তাহলে তাকে সময় দিতে পারবো না ফলে সম্পর্ক ভেঙ্গে যাবে।
আমি চাই একটু গুছিয়ে নিয়ে তারপর বিয়ে করতে। বিয়ে নিয়ে আমার কোনও অনীহা নেই। আমিও চাই দিনের শেষে আমার স্ত্রী সন্তান থাক। আমিও সারাদিনের ব্যস্ততার পর বাড়ি ফিরতে চাই, যেখানে কেউ আমার জন্য অপেক্ষা করে থাকবে। তবে সেটা এখন নয়।”
সেই সময় নিজের বিয়ের কথা সর্বসমক্ষে বললেও তারপর থেকে আর এই বিষয়ে কোনও কথা বলেননি তিনি। বিয়ে বা সংসার কোনটার জন্যই হয়ত এখনও তিনি প্রস্তুত নন। রুক্মিণীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও, এখনও নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত দেব।
দেবের এই সাক্ষাৎকার শুনে কিছু মানুষ যেমন শুভশ্রীর রাজকে বিয়ের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। কেউ আবার প্রশ্ন করেছেন,দেব আর কত সময় নেবেন বিয়ে করতে?