Dev-Subhashree-Raj:”দেব আছে,শুভশ্রী আছে,অনেকদিন অপেক্ষা করেছিলাম ছবিটার জন্য আমিও…” ,’ধূমকেতু’ আসার অপেক্ষায় পরিচালক রাজ চক্রবর্তী! দেব-শুভশ্রীর জুটি নিয়ে প্রথমবার কি বল”দেব আছে,শুভশ্রী আছে,অনেকদিন অপেক্ষা করেছিলাম ছবিটার জন্য আমিও…” ,’ধূমকেতু’ আসার অপেক্ষায় পরিচালক রাজ চক্রবর্তী! দেব-শুভশ্রীর জুটি নিয়ে প্রথমবার কি জানালেন তিনি?
নয় বছর পর মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’,এখনও পর্যন্ত দেব শুভশ্রী অভিনীত শেষ ছবি এটি। মাঝে দীর্ঘ সময় পেরোলেও টলিউডের এই প্রাক্তন জুটিকে পর্দায় দেখার জন্য সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। যা দর্শকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়। ইতিমধ্যেই ছবির প্রথম গান নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
২০১৫ সালের অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটির। মাঝে প্রায় কেটে গিয়েছে অনেকগুলো বছর। এর মাঝে একসঙ্গে কোনো কাজও করেননি দেব-শুভশ্রী। একসময় তাঁদের রোম্যান্স ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। প্রেমভাঙার পরেই আসলে ‘ধূমকেতু’তে কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। যার অন্যতম কারণ ছিল এর গল্প। তবে নানা জটিলতায় তা আটকে যায়। তবে সব বাধা কাটিয়ে, আগামী ১৪ অগস্ট মুক্তি পাবে এই সিনেমা।
একসময় তাঁরা সম্পর্কে থাকলেও বহু বছর দু’জনের পথ আলাদা হয়ে গিয়েছে। বর্তমানে ছেলে-মেয়ে,স্বামী পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে ভরা সংসার অভিনেত্রীর। অন্যদিকে প্রেমিক রুক্মিণী মৈত্রর সঙ্গে বেশ খুশিতে আছেন দেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন,”কিছু ঠিক করিনি। কী বলব জানি না। কিছু কথা কি বাকি রয়ে গিয়েছে যা বলা হয়নি? আমার কোনও ধারণাই নেই ওর সঙ্গে প্রথম দেখা হলে কী ভাবে কথা শুরু করব।”
অপরদিকে রাজ চক্রবর্তীর কন্ঠে ফুটে উঠল অন্য সুর। দেব-শুভশ্রী জুটিকে বড়পর্দায় দেখার জন্য তিনি অপেক্ষায় আছেন। স্ত্রীর আসন্ন ছবি ‘ধূমকেতু’র জন্য অধীর আগ্রহে সবার মতো অপেক্ষা করছেন তিনিও।
পরিচালক রাজ চক্রবর্তী জানান,”অনেকদিন অপেক্ষা করেছিলাম এই ছবিটার জন্য। কৌশিক গাঙ্গুলী পরিচালিত একটি ছবি। এখানে দেব আছে,শুভশ্রী আছে,আমাদের সবার খুব পছন্দের একটা জুটি। এবং আমার মনে হয় সবাই অপেক্ষা করে আছে। দর্শকের মতো আমিও অপেক্ষা করে আছি,এই ছবিটাও যাতে সবার খুব ভালো লাগে তাই দেখার জন্য।”লেন?