Dev-Subhashree:দীর্ঘ ৯ বছর পর আবার মুখোমুখি, প্রথম দেখাতেই একে অপরের সাথে কী কথা বললেন দেব-শুভশ্রীর?

Spread the love

Dev-Subhashree:দীর্ঘ ৯ বছর পর আবার মুখোমুখি, প্রথম দেখাতেই একে অপরের সাথে কী কথা বললেন দেব-শুভশ্রীর?

এক দশক পরেও অভিনেত্রী শুভশ্রীর প্রতি পজেসিভ অভিনেতা দেব! ধূমকেতুর ট্রেলার লঞ্চের মঞ্চে চোখ এড়াল না সেই দৃশ্য অনুরাগীদের।

সম্প্রতি সব অপেক্ষার অবসান ঘটিয়ে এক দশক পর আবারও তাঁদের দেখা গেল একসাথে মঞ্চ ভাগ করে আড্ডায় মাততে। অভিনেত্রীর হাত আঁকড়ে ধরে মঞ্চে তাঁদের আগমন যেন এক অন্য ইতিহাস তৈরি করেছে বর্তমানের টলিউড ইন্ডাস্ট্রিতে।

“ধূমকেতু”র ট্রেলার লঞ্চের সময় এক সাক্ষাৎকারে ধরা পরে তাঁদের পুরানো সম্পর্কের সমীকরণ। বর্তমানেও অভিনেতা দেব যেন এখনও দুর্বল তাঁর প্রাক্তন প্রেমিকা তথা নায়িকা শুভশ্রীর প্রতি। সেই দৃশ্যই কার্যত দেখা গেল মঞ্চে।

সাক্ষাৎকারে সাংবাদিক তাঁদের দুজনকেই প্রশ্ন করেন তাঁরা প্রথম দেখা হয়ে একে অপরকে কি বলতে চান ? অভিনেতা তাঁর জবাবে জানান, “তিনি অভিনেত্রীর ধূমকেতু ছবির প্রচারের একান্তে সাক্ষাৎকারগুলো দেখছিলেন, সেটা নিয়েই তিনি বলেন অভিনেত্রীকে এত বেশি গম্ভীর মানায় না। তিনি যাই বলুক তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেন তা অবশ্যই হেসে বলেন। তাতে খারাপ কিছু বললেও তাঁর শুনতে ভালো লাগবে।”

আরও পড়ুন:Subhashree-Rukmini:”ভেতর ও বাইরে তুমি একজন দারুণ মানুষ,মজা করছি…”শেষবার শুভশ্রীকে কি বলেছিলেন রুক্মিণী? জানেন কি?

অভিনেত্রী এর পরিপ্রেক্ষিতে দেবকে জবাব দিতে, দর্শকমহলের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন “শুভশ্রী মানে, তাঁর সাথে ?” দর্শকমহল থেকে উত্তর আসে “হাসি”। সে কথা বেশ কয়েকবার পুনরাচ্ছারণ করলেও অভিনেতা দেব বুঝতে পারেন না। শেষে সাংবাদিক দেবকে উদ্দেশ্য করে বলেন দর্শকরা, “হাসি” বলছেন একথা বললে, অভিনেতা দেব বেশ রসিকতার ছলে বলেন, “ও আমি ভাবছিলাম তাঁরা শুভশ্রীর সাথে কোনো ছেলের নাম যুক্ত করছে কিনা!” তারপরেই তিনি তাঁর কথা ফিরিয়ে নিয়ে হাসির ছলে বলেন “তিনি কেবলই মজা করেছেন”।

এখানেই ধরা পরে এখনও অভিনেত্রীর প্রতি তাঁর দুর্বলতা! যা চোখ এড়ায়নি তাঁদের অনুরাগীদের। সকলেই মনে করছেন এখনও যেন দেব জুটি হিসেবে,অভিনেত্রী শুভশ্রীর সাথে তাঁর ছাড়া, আর অন্য কোনও পুরুষের নাম শুনতে চান না।

সেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি প্রথম দেখা হয়ে, অভিনেতা দেবকে জিজ্ঞেস করেছেন, “বন্ধুত্ব করবে আমার সাথে ?”

আরও পড়ুন:Dev:পুরানো কথা রাখতেই প্রেমিকাকে করেছিলেন নিজের প্রথম প্রযোজিত ছবির নায়িকা, তারপরেই বিচ্ছেদ! সম্পর্ক নিয়ে অকপট টলিউড সুপারস্টার দেব

এই সকল দৃশ্য দেখে কেউ কেউ নিপাটই প্রচারের উদ্দেশ্যে করা বললেও। এই সকল দৃশ্য যেন একটা গোটা জেনারেশনকে মুগ্ধ করেছে। ফিরিয়ে নিয়ে গেছে এক দশক আগের নস্টালজিয়ায়।

Leave a Comment