Dev-Subhashree:”শুভশ্রী, রাজ, রুক্মিণীর কাছে আমি ক্ষমা চাইছি…”,নোংরামির বিরুদ্ধে মুখ খুললেন দেব
“শুভশ্রী, রাজ, রুক্মিণীর কাছে আমি ক্ষমা চাইছি, আমাদের নিয়ে অনেকের মধ্যে অনেক নেগেটিভিটি ছিল…”,শুভশ্রী-দেব একসাথে সামনে আসতেই রাজ-রুক্মিণীকে উদ্দেশ্য করে কুমন্তব্য, নোংরামির বিরুদ্ধে মুখ খুললেন দেব
প্রায় ১২ বছর পর একই সাথে এক মঞ্চে ৪ই আগস্ট ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব-শুভশ্রী। নাচে গানে আড্ডায় জমে উঠেছিল সেই অনুষ্ঠান। শুধুমাত্র অনুষ্ঠান নয় এটা ছিল দর্শকদের কাছে একটা আবেগ। কখনও তাঁদের গলায় ধরা পড়েছিল অভিমান তো কখনও আবার ফ্লার্ট করতে দেখা যায় দেবকে। তাঁরা নতুন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন একে অপরের দিকে। পুরানো দিনের সেই নস্টালজিয়া আবারও ফিরে এসেছিল সেই মঞ্চে।
কিন্তু এসবের মাঝেও দর্শকদের একাংশ ট্রোল করতে ছাড়লেন না তাঁদেরকে। শুধু দেব-শুভশ্রী নয় কটাক্ষ ধেয়ে আসে দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর দিকে। তাঁদেরকে একসাথে মঞ্চে দেখার পর থেকে সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে রাজ-রুক্মিণীকে নিয়ে তীব্র সমালোচনার ঝড়। বানানো হয় নানারকম মিম। যা একেবারে অনুচিত বলে জানিয়েছেন সুপারস্টার দেব। সেই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা।
আরও পড়ুন:Gourab Chatterjee:শুটিংয়ে যাওয়ার পথে বৃহন্নলা দিদিরা রাখি বাঁধলেন অভিনেতা গৌরব চ্যাটার্জির হাতে
সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী, রাজ ও রুক্মিণীর কাছে ক্ষমাও চাইলেন দেব। তাঁদের উদ্দেশ্যে সরি বলে অভিনেতা জানিয়েছেন,”আমরা সেদিন স্টেজে অভিনয় করিনি। আমার দর্শকরা, যাঁরা দেব শুভশ্রীকে বানিয়েছে তাঁরা যেন পূর্ণ হন সেই চেষ্টা করেছি। আর যদি অপমান হয়ে থাকে তাহলে আমি শুভশ্রী, রাজ, রুক্মিণীর কাছে দুঃখিত। তবে এটা হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে এর থেকে বেশি আর কী আশা করা যায়। আসলে মানুষকে নিয়ে যত বিরূপ মন্তব্য করবে, তত এঁদের ফলোয়ার বাড়বে। কিন্তু এই ফলোয়ার নিয়ে লাভটা কী? আমি জানি নেগেটিভ জিনিসও অনেক দূর পর্যন্ত যায়। তবে পজেটিভ বিষয়ের একটা তৃপ্তি আছে, একটা আনন্দ আছে। কম শেয়ার হল, কম লাইক হল কিন্তু তাঁর মধ্যেও একটা আনন্দ আছে যে, আমি কোনও নোংরামি করলাম না। আমরা এত ঝগড়া-ঝামেলা মিটিয়ে ওদিন মঞ্চে ছিলাম, এখনও আছি। তবে আমরা জানি ছবিটা কী। আমাদের নিয়ে অনেকের মধ্যে অনেক নেগেটিভিটি ছিল। তাই আমরা ছবিটা মুক্তির আগে সবার সামনে আসতে চেয়েছিলাম। শুভ অনেক জায়গায় বলেছে যে, দেবের জন্য চার বছর…। তাছাড়া ‘সন্তান’, ‘খাদান’ সবটা নিয়ে একটা নেগেটিভ বিষয় তৈরি হয়েছিল। আমি শুভকে একটাই কথা বলেছিলাম যে নেগেটিভ ইমেজটাকে মুছে ফেলতে হবে। দেব-শুভশ্রীর মধ্যে যে পজেটিভিটি আছে, আমাদের পরিবারের মধ্যে যে পজেটিভি আছে সেটাকে মানুষের সামনে নিয়ে আসতে হবে। আর এটা তখনই সম্ভব হবে, যখন আমাদের পরিবার আমাদের পাশে থাকবে। আমি রাজ ও রুক্মিণীকে ধন্যবাদ জানাতে চাই, ওঁরা যে ভাবে পুরো বিষয়টা হ্যান্ডেল করেছে।”
তিনি আরও জানান,”এই ঘটনা খুবই দুঃখজনক। এখন কেউ ভালোটাকে ভালোভাবে দেখতে চায় না। প্রতিটা লাইন নিয়ে কাঁটাছেড়া করে। তবে রাজ আর রুক্মিণী খুব ভালো ভাবে এই দিকটা সামাল দিচ্ছে। আসলে আমাদের পরিবারই কিন্তু আমাদের বড় সাপোর্ট। আমি শুভশ্রীকে শ্রদ্ধা করি। আমি চাই ও ভালো থাকুক। একটা ছবি বা প্রোমোশন এটা বদলে দিতে পারে না। আর আমরা এমন কিছু করিনি যার মূল্য হবে এটা। দর্শক দেব-শুভশ্রীকে যে ভাবে দেখতে চেয়েছিল, সেটাই আমারা রি-ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। একটা ওয়ার্ল্ড তৈরি করছিলাম যাতে নস্টালজিয়ার বিষয়টা ফিরে আসে। তাই যখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, সেটা সত্যি খারাপ লাগছে। তবে আমার মনে হয় যে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। কারণ প্রত্যেকের কন্টিবিউশন আছে। যদি আমি রুক্মিণীর কথা বলি ‘ধূমকেতু’র পিছনে ওঁর অনেক অবদান রয়েছে। ও আমার সঙ্গে রিলও বানিয়েছে। আজ যখন আমার সঙ্গে দেখা হল ও আমাকে বলল খুব ভালো ওপেনিং হচ্ছে। আমি তোমার জন্য গর্বিত। অন্যদিকে, রাজের সঙ্গে আমার সরাসরি কথা হয়নি, কিন্তু শুভকে দেখে বোঝা যায় যে ও কতটা খুশি। আর পরিবারের সাপোর্ট না পেলে ওই আনন্দটা আসে না।”
সবশেষে দেব ট্রোলারদের উদ্দেশ্যে বলেন,”যাঁরা যাঁরা ট্রোল করছেন চালিয়ে যান, কারণ তাতে আমার ছবিই আরও বড় হচ্ছে।”