Dev:”এমনি’টা, এমনি ভাবেই এসেছে,রুক্মিণী বলল…”, ‘এমনি’ ক্যাপশনের আসল রহস্য হল ফাঁস করলেন সুপারস্টার,কথা শুনে অবাক নেটিজেনরা!

Spread the love

Dev’:”এমনি’টা, এমনি ভাবেই এসেছে,রুক্মিণী বলল…”, ‘এমনি’ ক্যাপশনের আসল রহস্য হল ফাঁস করলেন সুপারস্টার,কথা শুনে অবাক নেটিজেনরা!

বেশ কয়েক বছর ধরেই দেব যা পোস্ট করে থাকেন,তার বেশিরভাগ ক্যাপশনে তিনি লিখে থাকেন ‘এমনি’। বেশিরভাগ ক্যাপশনে তিনি লিখে থাকেন ‘এমনি’ কথাটি। এই ‘এমনি’ কথাটি খুব সাধারণ একটি কথা হলেও, কেন বারবার এই কথাটিকেই ক্যাপশনে ব্যবহার করেন অভিনেতা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল তাঁর ভক্তদের মনে। তবে এই ক্যাপশনের পেছনের আসল কারণ টেনে বার করে নিয়ে এসেছিলেন নেটপাড়ার বাসিন্দারাই।

আরও পড়ুন:Subhashree-Dev-‘Dhumketu’:”ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়”, অভিমানের সুরে প্রাক্তনের প্রশংসায় পাল্টা উত্তর শুভশ্রীর!

মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই শুরু হয়েছিল তাঁর ছবির ক্যাপশন নিয়ে। নেপথ্যে উঠে এসেছিল তাঁর পুরানো এক সিনেমার দৃশ্য। দেখা যায়,’চ্যালেঞ্জ’ সিনেমার একটি ছোট্ট ক্লিপিং। এই সিনেমায় বিপরীতে ছিলেন দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলী। ‘চ্যালেঞ্জ’ সিনেমার ওই ছোট্ট ক্লিপিংটিতে দেখা যাচ্ছে, দেবের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন শুভশ্রী। দেব যখন শুভশ্রীকে জিজ্ঞাসা করছেন, শুভশ্রী কেন দেবের সঙ্গে বন্ধুত্ব করতে চান, উত্তরে নায়িকা বলেন ‘এমনি’। এই নিয়েই শুরু হয় হইচই। তবে এবার এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেতা।

সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “রুক্মিণী খুব ভালো লেখে। ওঁর ইংরেজিটা খুব ভালো।যখনই দেখি কিছু পোস্ট করে, এত লম্বা লম্বা পদ্য লেখে। বাকিদেরকেও দেখেছি। আমি বলছি না আমার ইংরেজিটা খারাপ বা ভালো। আমি ভাবি, এত লম্বা লম্বা লেখে মানুষ পড়ে কি করে? আমিও একদিন সবার মত গুগল খুলে দেখলাম,দেখার জন্য যে আমার ইমোশনের সাথে কি ম্যাচ করে লেখা আসে। কিন্তু গুগল একটা কবিতা দিয়েছিল,কিন্তু সেটা অনেকটাই বড়,আমার চরিত্রের সাথেও যাচ্ছে না। সেই মুহূর্তে, রুক্মিণী আমার পাশেই ছিল। ও আমাকে জিজ্ঞেস করেছিল কি লিখতে চাও? আমি বলেছিলাম আমি ‘এমনি’ লিখতে চাই। তো ও বলল, আর কি লিখে দাও। সেই থেকেই আমার জীবনে ‘এমনি’ শব্দটার শুরু।”

আরও পড়ুন:Dev-Subhashree-Raj:”দেব আছে,শুভশ্রী আছে,অনেকদিন অপেক্ষা করেছিলাম ছবিটার জন্য আমিও…” ,’ধূমকেতু’ আসার অপেক্ষায় পরিচালক রাজ চক্রবর্তী! দেব-শুভশ্রীর জুটি নিয়ে প্রথমবার কি বললেন?

তিনি আরও বলেন,”আর সবসময় কি ভাবতে হবে নাকি, আমি কেন পোস্ট করছি! আমি এমনি পোস্ট করছি। প্রথমত, এমনিই করে দিয়েছিলাম। দ্বিতীয়ত, ধুর এত কে লিখবে,এত মাথা ব্যথা কিসের,কে এত কবিতা,আবৃত্তি লিখবে,তো এইভাবেই শুরু। এবার সমস্যাটা তৈরি হল যখন আমি ‘এমনি’ লিখছি না। তো এইভাবে ‘এমনি’ লেখা শুরু। আমি ভাবিনি যে ‘এমনি’টা এত বড় ‘এমনি’ হয়ে যাবে। ‘এমনি’টা, ‘এমনি’ ভাবেই এসেছে।”

আরও পড়ুন:Dev-Subhashree-Dhumketu:“আমি জানি না আমরা প্রথমবার একসাথে বসলে কি কথা বলব? কিছু কথা রয়েছে হয়ত যেটা বলা উচিৎ নয়।” অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সাথে আবার প্রথম সাক্ষাৎ! তা ভেবেই বিশেষ বিচলিত টলিউড সুপারস্টার!

 

Leave a Comment