Dibyojyoti-Ditipriya:“আমার সঙ্গে জড়িয়েও দিতিপ্রিয়াকে…” অভিনেত্রীর জন্মদিনে কোন গোপন কথা ফাঁস করলেন ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতি দত্ত?

Spread the love

Dibyojyoti-Ditipriya:“আমার সঙ্গে জড়িয়েও দিতিপ্রিয়াকে…” অভিনেত্রীর জন্মদিনে কোন গোপন কথা ফাঁস করলেন ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতি দত্ত?

“আমার সঙ্গে জড়িয়েও দিতিপ্রিয়াকে…” দিতিপ্রিয়া রায়ের জন্মদিনের সকালেই এ কোন মন্তব্য করলেন তাঁর বাল্যবন্ধু? দুজনেরই নামের শুরু বাংলার ‘দ’ বা ইংরেজির ‘ডি’ দিয়ে। এমন কি পেশাতেও তারা দুজনেই অভিনয়ের জগতে।

গতকাল ছিল দিতিপ্রিয়া রায়ের জন্মদিন, আর ওই দিনেই টেলিভিশনের ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের জনপ্রিয় নায়ক দিব্যজ্যোতি দত্ত তাঁর বাল্যবন্ধু দিতিপ্রিয়াকে নিয়ে এক গোপন রহস্য ফাঁস করলেন।

জন্মদিনের শুভলগ্নে সকাল সকাল বন্ধুকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। তারপরেই বিশেষ গোপন কথা ফাঁস করলেন দিব্যজ্যোতি। এর আগে এই জুটি অর্থাৎ দিতিপ্রিয়া-দিব্যজ্যোতিকে একসাথে দেখা গিয়েছিল এসভিএফের প্রযোজনায় ‘দেখেছি রূপসাগরে’ মিউজিক ভিডিওতে। তারপরেই অভিনেতা অভিনেত্রীকে নিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় একাধিক গুঞ্জন। তাহলে কি সেই গুঞ্জন সত্যি? কী জানাচ্ছেন অভিনেতা?

আরও পড়ুন:Dev-Subhashree:”শুভশ্রী, রাজ, রুক্মিণীর কাছে আমি ক্ষমা চাইছি…”,নোংরামির বিরুদ্ধে মুখ খুললেন দেব

একসঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করে সোশ্যাল মিডিয়ার যথেষ্ট পরিমাণে চর্চায় ছিলেন দিতিপ্রিয়া-দিব্যজ্যোতি। মিউজিক ভিডিওতে তাঁদের সমীকরণ মন কেড়েছিল হাজার হাজার দর্শকের। তাঁরা সত্যি কি আদৌ বাস্তবে সম্পর্কে রয়েছেন? এমন কৌতূহল প্রকাশ করেছেন তাঁদের অনুরাগীরাও। এই নিয়ে এবার রহস্যের উন্মোচন করলেন দিব্যজ্যোতি দত্ত। এই প্রশ্ন করা হলেই চট করেই অভিনেতার উত্তর আসে- “জানি তো! আমার সঙ্গে জড়িয়ে দিতিপ্রিয়াকে নিয়ে কি কম গুঞ্জন হয়েছে! আমরা সে সব শুনতাম আর নিজেদের মধ্যে হাসাহাসি করতাম।”

বন্ধুর জন্মদিনে অভিনেতা গোপন কথা ফাঁস করার ভঙ্গিতে বলেন, আমরা পরস্পরকে অভিনয়ে আসার আগে থেকেই চিনি। আমার বাবা আর দিতিপ্রিয়ার বাবা খুব ভালো বন্ধু। ওরা ছোটবেলায় রোজ একসঙ্গে মাঠে ফুটবল খেলতেন। অভিনেতার এই মন্তব্য থেকেই স্পষ্ট হয় যে তাঁরা দুজনের শুধুই সহঅভিনেতা নন, ছোট থেকেই তারা দুজন দুজনকে চেনেন অর্থাৎ তারা দুজন বাল্যবন্ধু।

আরও পড়ুন:Gourab Chatterjee:শুটিংয়ে যাওয়ার পথে বৃহন্নলা দিদিরা রাখি বাঁধলেন অভিনেতা গৌরব চ্যাটার্জির হাতে

বর্তমানে ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ কিংবা বড় পর্দা- সব জায়গাতেই নিজের স্থান দখল করে নিয়েছেন দিতিপ্রিয়া। পরিণত হওয়ার সাথে সাথে তাঁর কাজেও এসেছে পরিণতির প্রভাব। তাহলে কি বদলে গিয়েছেন অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া নিজেই জানিয়েছেন, তার সহজেই ধৈর্যচ্যুতি ঘটে। বন্ধুর এই বক্তব্য শুনে দিব্যজ্যোতি বলেন, তিনিও চট করে এই মাথা গরম করে ফেলেন। এরকম মানুষেরা আসলে মনের দিক থেকে খুবই ভালো হয়। দ্রুত রেগে গেলে মানুষ দ্রুত শান্ত হয়ে যান, মনে কখনোই জমিয়ে রাখেন না। এর পাশাপাশি অভিনেতা বন্ধু হিসাবে দিতিপ্রিয়াকে যথেষ্ট ভালো মানুষ বলেও দাবি করেছেন।

Leave a Comment