Ditipriya Roy-Jeetu Kamal:”ওর এই ধৈর্য, এই অধ্যবসায়,ওর শিক্ষা,ও যেকোনো পুরুষকে আকৃষ্ট করবে…”,দিতিপ্রিয়ার প্রসংশায় পঞ্চমুখ!অভিনেত্রীর কোন গুণ অভিনেতা জিতু কমলকে আকৃষ্ট করেছে?

Spread the love

Ditipriya Roy-Jeetu Kamal:”ওর এই ধৈর্য, এই অধ্যবসায়,ওর শিক্ষা,ও যেকোনো পুরুষকে আকৃষ্ট করবে…”,দিতিপ্রিয়ার প্রসংশায় পঞ্চমুখ!অভিনেত্রীর কোন গুণ অভিনেতা জিতু কমলকে আকৃষ্ট করেছে?

‘আর্য’ ও ‘অপর্ণা’ অর্থাৎ জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের রসায়ন চুঁইয়ে পড়েছে পর্দায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে তাঁদের রসায়ন তাক লাগানো। প্রত্যেকদিন নতুন নতুন চমকে মোড়া ধারাবাহিকের প্রত্যেকটা পর্ব দর্শক বেশ উপভোগ করছেন।

এই ধারাবাহিকে তাঁরা প্রথম জুটি বেঁধে কাজ করছেন একসাথে। কিন্তু তাঁদের অভিনয় বলছে অন্য কথা। তবে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ জিতু কমল। নায়িকা দিতিপ্রিয়া রায়কে নিয়ে সমাজমাধ্যমে মাঝেমধ্যেই নানান মন্তব্য করতে দেখা যায় তাঁকে। কখনও লিখেছেন,”বছর ২২-২৩-য়েই এই ঝড় তুলছে! ২৫-৩০-তে তো সাইক্লোন হবেই। কংক্রিটের মজবুত ঘর বানান। না হলে আপনার ঘর ভেঙে পড়বে।”

তারপরেই রসিকতার ছলে লেখেন,”চাউনি দেখেছেন ম্যাডামের!”

তাহলে কি অভিনেতার মন কেড়ে নিল দিতিপ্রিয়া?

অভিনেতা জানান,কী যে বলেন! ও কত ছোট বলুন তো? কী ভীষণ নিষ্পাপ, সরল। মেয়েটাকে মনোযোগ দিয়ে দেখি আর অবাক হয়ে যাই। একদিকে অভিনয় করছে। আবার পড়াশোনা করে একের পর এক পাশ করছে! কী করে পারে? তিনি হলে পারতেন না। ওর এই ধৈর্য, এই অধ্যবসায়, দুটো ভিন্ন মেরুর বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষমতা, ওর শিক্ষা-ও যে কোনও পুরুষকে আকৃষ্ট করবে। ২৩-এর দিতিপ্রিয়ার চাউনিতে অনেক পুরুষই কাবু!”

তবে কি পর্দার প্রেম বাস্তবেও এগিয়েছে?

অভিনেতা সাফ দাবি জানান, “তার মানে আমরা হিট। যাঁরা বলছেন তাঁদের বলবেন, দিতিপ্রিয়ার প্রতি আমার প্রচণ্ড স্নেহ রয়েছে। শুধুই স্নেহ…।”

 

Leave a Comment