Jeetu-Ditipriya:’আর্য’-‘অপর্ণা’ জুটির রসায়নের আসল জাদু কি? “শুধু অভিনয় করতে আসি,আর সেটাই করি…”,জবাব দিতেই অনুরাগীদের রোষের মুখে অভিনেত্রী!
‘আর্য’-‘অপর্ণা’ জুটির রসায়নের আসল জাদু কি? তার জবাব দিতেই অনুরাগীদের রোষের মুখে অভিনেত্রী!
বর্তমানে ‘আর্য’-‘অপর্ণা’র জুটি বাংলা টেলিভিশন ধারাবাহিকপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। বহু মানুষের অন্যতম প্রিয় জুটিও হয়ে উঠেছেন তাঁরা। জি বাংলার “চিরদিনই তুমি যে আমার” ধারাবাহিকে অভিনেতা জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের জুটি নজর কেড়েছে দর্শকের।
এই ধারাবাহিকে দুজনের বয়সের ব্যবধান ভুলে, একটি নিছক ছক ভাঙ্গা প্রেম কাহিনি দেখতে পাচ্ছে দর্শক ছোটপর্দার ধারাবাহিকে। অনস্ক্রিন ‘অপু’-‘আর্য’র পাশপাশি অফস্ক্রিনেও জিতু ও দ্বিতিপ্রিয়া’কে বেশ পছন্দ করেন দর্শক।
সম্প্রতি জিতু কমল সহঅভিনেত্রীর সাথে একটি ছবি সমাজমাধ্যমে শেয়ার করায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বেশ ক্ষুব্ধ হয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই। অভিনেতা জানান, “ধারাবাহিকের প্রচারের স্বার্থে তিনি সম্প্রতি তাঁদের দুজনের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। তাতে তিনি ক্যাপশনে লেখেন ‘প্রেমের কোনো মরশুম হয় না, প্রেমের কোনও রঙ হয় না,প্রেমের কোনও সময় হয় না।প্রেমের শুধু ছবি হয়।’ তাতেই নাকি বেজায় হতাশ হয়েছেন অভিনেত্রীসহ তাঁর মা।”
অভিনেত্রীর মায়ের তরফে তাঁর কাছে দাবি করা হয়, সেই ছবিতে নাকি বেশ কিছু অশালীন মন্তব্য এসেছে। যা তাঁদের মানতে অস্বস্তি হচ্ছে। কিন্তু অভিনেতার পাল্টা দাবি “তাঁর চোখে এমন কোনও অশালীন মন্তব্য আসেনি, যাতে তাঁর সহঅভিনেত্রীর খারাপ লাগতে পারে।”
কিন্তু সাথে তিনি জানান ,”তাঁর দিক থেকে পরবর্তীতে অভিনেত্রীকে নিয়ে এমন কোনও ছবি বা ভিডিও পোস্ট হবে না, যাতে তাঁর সহঅভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের খারাপ লাগতে পারে। ও এখন অনেক ছোট,এখন সদ্য জীবন শুরু করেছে, আমি চাই না এই সময় আমার জন্য ওর খারাপ লাগুক।”
বয়সের ফারাক থাকলেও এই জুটির রসায়ন দর্শকের মন কেড়েছে। তবে ‘আর্য’-‘অপু’র এই বিপুল জনপ্রিয়তা কারণ কি? এই বিষয়ে একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান,“অভিনয়”।
এরপর অভিনেত্রীকে সমাজমাধ্যমের মন্তব্যের বিষয় নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান,“সমাজমাধ্যমের কোনো মন্তব্য তিনি দেখেন না। সমাজমাধ্যম তাঁকে খুব একটা বেশি আকর্ষিত করে না। তিনি শুধু অভিনয় করতে আসেন আর সেটাই মন দিয়ে করেন। কে,কি করছে, না করছে সেসবে তিনি অতো পাত্তা দেন না।”
সাথে তিনি তাঁর মায়ের প্রসঙ্গ টেনে এনে এও জানান, “তাঁর মাথা এতই গরম যে তাঁকে এক জায়গায় ধরে রাখা যায় না। তাঁর মা থাকে বলেই শ্যুটিং ফ্লোরে তাঁকে পাওয়া যায়।”
তাঁর সেই সাক্ষাৎকার অনুরাগীদের চোখে অনেকটাই রুক্ষ লেগেছে বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য অনুযায়ী, অভিনেত্রীর অনেক কম বয়সের সাফল্যই যেন, অভিনেত্রীর অহংকার বাড়িয়ে দিয়েছে।