Gourab Chatterjee:শুটিংয়ে যাওয়ার পথে বৃহন্নলা দিদিরা রাখি বাঁধলেন অভিনেতা গৌরব চ্যাটার্জির হাতে
এ যেন এক অন্যরকম রাখিবন্ধন উৎসব। শুটিংয়ে যাওয়ার পথে অভিনেতা গৌরব চ্যাটার্জির সাথে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা।
সমাজে যাদেরকে আমরা অচ্যুত বলি,যাদেরকে কোণঠাসা করে একঘরে করে রেখেছি,যাদের দেখে অনেকের অস্বস্তি বা কটূক্তি করতে একবারও ভাবেন না,কিন্তু তারাও যে সমাজের একটা বড় অংশ জুড়ে আছে। সেই তৃতীয় লিঙ্গ বা বৃহন্নলা দিদিদের সম্মান জানিয়ে এক বিশেষ কাজ করলেন মহানায়ক উত্তর কুমারের নাতি তথা অভিনেতা গৌরব চ্যাটার্জি।
শুটিংয়ে যাওয়ার পথে বৃহন্নলা দিদিরা রাখি বাঁধলেন গৌরবের হাতে। আবেগে আপ্লুত অভিনেতা। প্রায় সময় শুটিংয়ে যাওয়ার পথে দেখা। দক্ষিণ কলকাতার ভিড় রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে থাকা বৃহন্নলাদের সঙ্গে এভাবেই চেনা পরিচিতি গড়ে উঠেছিল টলিপাড়ার অভিনেতার। সেদিনও তার অন্যথা হল না। গাড়ি নিয়ে যাওয়ার পথে দেখা আবার অর্থাৎ রাখিবন্ধনের দিনে। গাড়ির জানলার কাচ খুলে কিছুক্ষণ কথা বলার পরেই তারাই পরম স্নেহে রাখি বেঁধে দিলেন অভিনেতা ভাইয়ের হাতে।
ভালবাসার সেই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন তিনি। যেখানে দেখা যাচ্ছে,গৌরবের হাতে একাধিক রং-বেরঙের রাখি। গাড়ির জানলা দিয়ে অভিনেতা হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর বৃহন্নলা দিদিদের দিকে। ভাইয়ের হাতে হাসিমুখে একে একে রাখি বেঁধে দিচ্ছেন তারা। পোস্টটি শেয়ার করে গৌরব লেখেন,”তোমাদের ভালবাসা আর সমর্থন আমাকে অপরাজেয় করে তোলে। শুভ রাখিবন্ধন।” এটুকুই হয়ত তাদের পরম প্রাপ্তি।
অভিনেতা জানান,”ওদের সঙ্গে শুটে যাতায়াতের পথে আমার রোজ দেখা হয়। তিনজনের সঙ্গে কাজের যাওয়ার সময়। দু’জনের সঙ্গে ফেরার সময়। ওরা আজ পর্যন্ত আমার কাছে কোনও কিছু চাননি। একটু হাসলে, কথা বললেই খুশি। আমি শুধু সেটুকুই করি। ওদেরও ভাল লাগে, আমার ভাল লাগে। ওঁরা আমাকে আগেই বলে রেখেছিলেন যে এই দিনটা আমাকে আসতেই হবে। আজ দেখা হতেই আমার হাতে রাখি বেঁধে দিলেন। আমি কোনও দিন ওঁদের কিছু দিইনি। আজ নিজের সাধ্যমতো যা পারলাম, দিলাম। এই অনুভূতিটা সঙ্গে থেকে যাবে। আসলে আমরা অনেক সময়ই ভুলে যাই ওঁরাও আমাদের মতোই প্রতিনিয়ত লড়াই করে চলেছে। যাঁরা শুধুমাত্র ভালোবাসা চান, তাঁদের সেটা দিতে পারলে খুব ভাল লাগে।”
এই নিখাদ ভালোবাসার ছবি দেখে আবেগে ভাসছেন তারকা থেকে তাঁর অনুরাগীরা।