Gourab Chatterjee:মহানায়কের উত্তরসূরি হওয়া সত্ত্বেও বাল্যবেলা কেটেছে বেশ দারিদ্রে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের!
মহানায়কের উত্তরসূরি হওয়া সত্ত্বেও বাল্যবেলা কেটেছে বেশ দারিদ্রে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের।
Saina Nehwal Divorce:বিয়ের সাত বছর পর ঘর ভাঙছে সাইনা নেহওয়াল এবং পরুপল্লী কশ্যপের
বাংলার মহানায়ক বলতে প্রজন্মের পর প্রজন্ম বাঙালি যাকে চেনেন তিনি হলে উত্তমকুমার (অরুণকুমার চট্টোপাধ্যায়)। তাঁর নামের পদবীর থেকে বেশি ব্যবহার হয় তাঁর নামের আগে ‘মহানায়ক’ উপাধি।
তাঁর উত্তরসূরি গৌরব চট্টোপাধ্যায়। তিনি অভিনয় জগতে তাঁর দাদুর মতো প্রভাবপ্রতিম না হলেও তাঁর নিজস্ব দক্ষতায় অভিনয় জগতের প্রতিষ্ঠিত হয়েছেন। অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।
Aritra Dutta Banik:”আশা করি দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব…”,বহু বছর ফিরছেন অরিত্র দত্ত বণিক!
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় জানান “তিনি যখন সবাইকে বলেন ছোটবেলায় আর্থিক দারিদ্রের মধ্যে দিয়ে বড় হয়েছেন, ধার-দেনা করে বহুদিন তাঁদের সংসার চলেছে তা কেউ বিশ্বাস করতে চান না।”
তিনি আরও বলেন “অভিনেতা মানেই সাধারণ মানুষ ভেবে নেয় কোটিপতি, তাছাড়াও মহানায়কের উত্তরসূরি বলে অনেকেই মনে করেন তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন।” কিন্তু অভিনেতার ছোটবেলা মোটেও তেমন ছিল না বলেই জানান তিনি।
Rahul Banerjee:বড়সড় জালিয়াতির শিকারে রাহুল!চোখের নিমেষেই কত টাকা হারিয়ে ফেললেন অভিনেতা?
এমনকি একটা পুজো নতুন জামা হলে পরেরবার পুজো এলে তাঁকে ভাবতে হত এবার নতুন জামা হবে কি না! একথা উল্লেখ করে অভিনেতা আক্ষেপের সুরে বলেন।
তিনি তাঁর অভিনয় জগতে “নেপো কিড” এর তকমাও পেয়েছিলেন একসময়। কিন্তু যত সময় পার হয়েছে তত তিনি প্রমাণ করেছেন নিজেকে বাংলা অভিনয় জগতে। বর্তমানে তিনি বাংলা ধারাবাহিক ও ওয়েব সিরিজে ছুটিয়ে কাজ করছেন।
Subhashree Ganguly:অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বিচারক হওয়ার যোগ্য কি না, তা নিয়ে চলছে বিস্তর চর্চা