Iman chakraborty on Mamata Shankar:”ছোটবেলায় আমার বাবা-ই আমায় দোকানে গিয়ে কখনও স্যানিটারি ন্যাপকিন কিনতে দেননি…” মমতা শঙ্করের স্যানিটারি ন্যাপকিন প্রসঙ্গে মন্তব্যে,বিস্ফোরক ইমন চক্রবর্তী 

Spread the love

Iman chakraborty on Mamata Shankar:”ছোটবেলায় আমার বাবা-ই আমায় দোকানে গিয়ে কখনও স্যানিটারি ন্যাপকিন কিনতে দেননি…” মমতা শঙ্করের স্যানিটারি ন্যাপকিন প্রসঙ্গে মন্তব্যে,বিস্ফোরক ইমন চক্রবর্তী

বর্তমানে সোশ্যাল মিডিয়া তোলপাড় মমতা শঙ্করের কিছু মন্তব্যে। এর আগেও শাড়ির আঁচল নামিয়ে পরা মেয়েদের নিয়ে মন্তব্যকে ঘিরে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। কিছুদিন আগে ‘ডান্স বাংলা ডান্স’-এ দেবলীনা দত্তের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্য উপস্থাপনা দেখেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন:Mamata Shankar Latest Interview:“শহরের মেয়েদের কুরুচিকর পোশাকের কারণে বিকৃত মনস্ক ব্যক্তিদের যৌন লালসার শিকার হচ্ছে কোন নিরীহ অসহায় গ্রাম্য মেয়ে!” মন্তব্য করেই ফের রোষের মুখে অভিনেত্রী!

আর এবার ফের স্যানিটারি ন্যাপকিন নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে অভিনেত্রী।

তিনি বলেন,’আমি এতটা আধুনিক হতে পারিনি যে, আমার ছেলেকে ওরকম কিছু একটা কিনতে পাঠাব, বা আমার বাবাকে আমি কিনতে দেব। হ্যাঁ, আমার স্বামীকে দিয়ে আমি কেনাতে পারি।”

আরও পড়ুন:Sayak chakraborty Controversy:বড়পর্দায় কাজ করেও পাননি পুরো পারিশ্রমিক! বাংলা ছবির বড়পর্দায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ অভিনেতা সায়ক চক্রবর্তীর

তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। স্যোশাল মিডিয়ায় অনেকেই তাঁদের নানান অভিজ্ঞতা ভাগ করে কটাক্ষ করেন মমতা শঙ্করকে,উগড়ে দেন ক্ষোভ। আর এবার অভিনেত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পোস্ট করলেন গায়িকা ইমন চক্রবর্তী।

সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন,”ছোটবেলায় আমার বাবা-ই আমায় দোকানে গিয়ে কখনও স্যানিটারি ন্যাপকিন কিনতে দেননি। তাই আজও সেই অভ্যেস আমার নেই। আমার মা আমাকে বলেছিলেন যে এগুলো খুব সাধারণ বিষয়। আমার মা আমাকে বলেছিলেন নারী পুরুষ সমান সমান। কী জানি? এখন কিছু ইন্টারভিউ দেখে মনে হচ্ছে মা হয়তো ভুল ছিলেন। রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা’-তে চিত্রাঙ্গদা তাঁর সমানাধিকারের কথা বলেছেন, দাবি জানিয়েছেন। কী জানি, সেটাও কি ভুল ছিল? গা গোলাচ্ছে। শরীর খারাপ লাগছে আমার। কী জানি, হয়তো বেকার বেকার ….. জানিনা।”

গায়িকার এই মন্তব্যে অনেকেই সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন:Tiyasha-Sohail-Relationship:হবু শাশুড়ির সঙ্গে উদ্দাম নাচ তিয়াশার,অন্যদিকে প্রেমিক সোহেল কিভাবে যত্ন নেয় তাঁর?কি জানালেন অভিনেত্রী?

Leave a Comment