Abhika Malakar:রাজ চক্রবর্তীর হাত ধরে পর্দায় ফিরছেন অভিকা মালাকার? কী বললেন নায়িকা?
পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সেলফি! তবে কি নতুন কোন চমক আসতে চলেছে? ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অভিকা মালাকার! কবে, কোন চ্যানেলে আসছেন তিনি?
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রাণী’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন ‘রাণী’ ওরফে অভিনেত্রী অভিকা মালাকার। ‘রাণী’-‘দূর্জয়’ জুটিকে আজও দর্শক তাদের পছন্দের তালিকায় রেখেছেন। ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে ‘তোমাদের রানী’র গল্পেরই হিন্দি রিমেক তৈরি হয়েছিল। বয়হুড প্রযোজনা সংস্থার ব্যানারে স্টার প্লাসে সম্প্রচারিত হয়েছিল ‘পকেট মে আসমান’। সেখানে ফারমান হায়দারের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিকা। ‘তোমাদের রানী’র মতোই টিআরপি তালিকায় দারুণ ফল করেছিল ‘পকেট মে আসমান’। তারপর মাত্র ছ’মাসের মধ্যেই শেষ হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু নতুন কাজে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে।
তবে সম্প্রতি ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের সেটে বিশেষ পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী। সেখানে উপস্থিত ছিলেন লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। কিছুদিন আগেই এই বিশেষ পর্বের শুটিং সেরেছেন তারকারা। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের সেই বিশেষ পর্বের শুটিং। অভিনেত্রীকে দেখে বেজায় খুশি তাঁর অনুরাগীরা।
‘গৃহপ্রবেশ’-এর সেটে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে ছবি তুলতেও দেখা যায় অভিনেত্রীকে। ছবিটি দেখে অনেকের অনুমান তবে কি আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী। তবে এক সাক্ষাৎকারে অভিকা যদিও জানিয়েছিলেন,”তিনি ভাল চিত্রনাট্যের অপেক্ষায় আছেন। তাই একটু সময় নিচ্ছেন কাজে ফিরতে।”