Dibyajyoti-Ankita:বড়পর্দায় জুটি বাঁধছেন দিব্যজ্যোতি-অঙ্কিতা?

Spread the love

Dibyajyoti-Ankita:বড়পর্দায় জুটি বাঁধছেন দিব্যজ্যোতি-অঙ্কিতা?

বড়পর্দায় জুটি বাঁধছেন দিব্যজ্যোতি-অঙ্কিতা? প্রযোজক রানা সরকারের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে!

টেলিভিশন পর্দার অতি পরিচিত মুখ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ও অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। বর্তমানে ‘জগদ্ধাত্রী’ টেলিভিশন পর্দার জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। প্রথম ধারাবাহিকেই বাজিমাত করেছেন নায়িকা। তবে এর মাঝেই কি এবার বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি? প্রযোজক রানা সরকারের একটি পোস্ট উসকে দিয়েছে সেই জল্পনাকে।

আরও পড়ুন:Jagadhatri Serial:”মনে হচ্ছে অঙ্কিতার সঙ্গে রোমান্টিক…”,‘জগদ্ধাত্রী’তে এসেই ধারাবাহিকের নায়িকাকে নিয়ে এ কি মন্তব্য করলেন নতুন নায়ক? তবে কি বাদ পড়বে ‘স্বয়ম্ভূ’?

রবিবার ছিল প্রযোজক রানা সরকারের প্রযোজনা সংস্থা DCM-এর ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে পার্টি। সেখানে উপস্থিত ছিলেন টলিপাড়ার বিশিষ্ট ব্যক্তিরা। আর সেখানেই এসেছিলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। হালকা মেকআপ, খোলা চুল ও গোলাপি গাউনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানেই রানা সরকার ‘সূর্য’ ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্তর সঙ্গে পর্দার ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার একটি ছবি ভাগ করে নেন। ছবিটি ভাগ করে নিয়ে রানা সরকার ছবির উপর লেখেন, “ভবিষ্যতের আশা।” ছবির ক্যাপশনে লেখেন,”নতুন প্রজন্মের প্রতিভারা DCM-এর ১৫ বছর পূর্তির উদযাপনে।” সঙ্গে আবার অভিনেতা দেবের কায়দায় “এমনি” লেখেন। আর এই ছবিটি দেখে অনেকেরই ধারণা নিশ্চয়ই নতুন বড় কিছু সুখবর আসতে চলেছে আবার।

তাহলে কি সত্যি জুটি বাঁধতে চলেছেন দিব্যজ্যোতি-অঙ্কিতা? রানা সরকারের শেয়ার করা এই ছবিতে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের ‘সাংভি’ ওরফে প্রেরণা ভট্টাচার্য কমেন্ট করেন,”কাল সেটা বুঝে গিয়েছি।” অভিনেত্রীর করা এই মন্তব্য, জল্পনাকে আরও উসকে দিয়েছে। তবে প্রযোজনা সংস্থা বা অভিনেতা-অভিনেত্রীদের পক্ষ থেকে কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি। অপরদিকে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।

Leave a Comment