Rittika Sen:অভিনেত্রী থেকে রাজনীতির সফর ঋত্বিকার! বিনোদন জগৎ থেকে কি এবার রাজনীতির ময়দানে আবারও আসতে চলেছে নতুন মুখ! চর্চা তুঙ্গে
গত ৩৩ বছর ধরে একইভাবে পালিত হচ্ছে ২১ জুলাইয়ের শহিদ দিবস। সেই মঞ্চে ভোটের আগে প্রতি বছরই উঠে আসে বিনোদন দুনিয়ার কিছু নতুন মুখ। তারপর তাঁদের দেখা যায় রাজনীতিতে যোগ দিতে। যথারীতি তাঁরা জায়গা করে নেন তারকা প্রার্থীর তালিকায়। এবার সেই তালিকায় কি নাম নথিভুক্ত করতে চলেছেন অভিনেত্রী ঋত্বিকা সেন! এই নিয়ে জল্পনা তুঙ্গে।
বাংলার অভিনয় জগতের বড়পর্দা থেকে বর্তমানে তিনি বহুদূরে। বহুদিন তাঁকে দেখা যায়নি কোনও ছবিতে। তিনি একসময় টলিউডের অন্যতম সুপারস্টার বনির সাথে জুটি বেঁধে করেছিলেন বেশ কয়েকটি কমার্শিয়াল ছবি। বাংলা সিনেমা জগতে সেগুলো সাফল্যও পেয়েছিল তৎকালীন সময়ে।
তবে মাঝে দক্ষিণী বিনোদন দুনিয়ায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বাংলা সিরিজেও কাজ করেছেন আগে। বিনোদন জগতে তাঁকে মানুষ যখন প্রায় ভুলতে বসেছে তখনই সামনে এল এক নতুন গুঞ্জন।
চলতি বছরের মার্চ মাসে হঠাৎই শুরু হয় এই গুঞ্জন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে শাসকদলের হয়ে প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করতে পারেন টলি তারকা ঋত্বিকা সেন।
একাধিক লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা। অনেকে ভোটে জিতেছেন, অনেকে পারেননি। আবার অবসরও নিয়েছেন অনেকেই। সফলদের তালিকায় রয়েছেন সুপারস্টার দেব, সোহম, কাঞ্চন মল্লিক, রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, জুন মালিয়া, পরিচালক রাজ চক্রবর্তী, সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, বাবুল সুপ্রিয়।
আবার অনেক তারকাই প্রার্থীর টিকিট না মিললে করেছিলেন গোঁসা! যেমন সায়ন্তিকা ব্যানার্জী। কিন্তু তাঁকে শাসকদল করেননি হতাশ। তাহলে এবার কি সেই তালিকায় নাম উঠতে চলেছে অভিনেত্রী ঋত্বিকা সেনের! এবিষয়ে অনুরাগী মহল থেকে জনসাধারণ সকলেই রয়েছেন বিস্ময়ে।
এর আগে তাঁকে নিয়ে গুঞ্জন উঠলে তা তিনি স্পষ্ট করে দিয়েছিলেন সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে। তিনি জানিয়েছিলেন “এমনও দিন গিয়েছে, দলের ৪০টি প্রচারে টানা যোগ দিয়েছি। মুখ্যমন্ত্রী যখন ডেকেছেন তখনই সাড়া দিয়েছি। ফলে, সেই জায়গা থেকে এই ধরনের ভুয়ো খবর ছড়িয়েছে।”
তবে এবার ২১শে জুলাইয়ে সেই পুরানো গুঞ্জন মাথাচাড়া দিয়েছে আবারও। এবার শোনা যাচ্ছে, ২১শে জুলাইয়ের মঞ্চে নাকি তাঁর কাঁধে চাপতে চলেছে নয়া দায়িত্ব! নতুন দায়িত্বভার তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী।
আগামী বিধানসভা নির্বাচনে তিনি হতে পারেন কোন একটি কেন্দ্রের নয়া প্রার্থী! এই জল্পনা যখন তুঙ্গে,তখনই তিনি এই গুঞ্জন নস্যাৎ করে এক সাক্ষাৎকারে বলেন,“গুঞ্জন আমি ছড়াইনি। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। ফলে, কী করে জানব কেন এরকম গুঞ্জন বারবার ছড়াচ্ছে?”
তিনি জানান “তিনি মত বদলাননি। আগেও যা বলেছেন এখনও তাই-ই বলবেন। তিনি বর্তমানে রাজনীতিতে আসছেন না। তিনি বিজ্ঞাপনী ছবির শুটিংয়ে ব্যস্ত। সময় করে উঠতে পারলে নিশ্চয়ই দিদির সঙ্গে গিয়ে দেখা করে আসব।”
তিনি আরও বলেন “ তাঁর বয়স এখন অনেকটাই কম রাজনীতিতে যোগ দেওয়ার জন্য। তাছাড়াও রাজনীতির কিছুই বোঝেন না। তবে পরবর্তীকালে এরকম সুযোগ এলে তিনি তা নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা করে দেখবেন।”