Jagadhatri Serial:”মনে হচ্ছে অঙ্কিতার সঙ্গে রোমান্টিক…” ‘জগদ্ধাত্রী’তে এসেই ধারাবাহিকের নায়িকাকে নিয়ে এ কি মন্তব্য করলেন নতুন নায়ক?
জনপ্রিয় জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে নতুন নায়কের আগমন ঘটেছে। আর এই নায়ক ‘জগদ্ধাত্রী’ র মেয়ে ‘দুর্গা’র বিপরীতে কাজ করতে চলেছেন। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নতুন নায়ক আসায় ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি ‘স্বয়ম্ভূ’ তথা সৌম্যদীপ মুখোপাধ্যায় বাদ পড়লেন ধারাবাহিক থেকে? এমনটা কিন্তু একেবারেই হচ্ছে না।
প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীর এই জনপ্রিয় ধারাবাহিকে এবার ‘স্বয়ম্ভূ’ ওরফে সৌম্যদীপ মুখোপাধ্যায়ের পাশাপাশি প্রয়োজন ‘দুর্গা’র নায়ককেও। এই উদ্দেশ্যেই বেছে নেওয়া হয়েছে ঋষভ ভৌমিককে। যদিও ধারাবাহিকের দুটি মুখ্য চরিত্র অর্থাৎ ‘জগদ্ধাত্রী’ এবং ‘দুর্গা’— এই দুই চরিত্রেই সমান তালে অভিনয় করে যাচ্ছেন অঙ্কিতা মল্লিক।
একই সাথে এক ধারাবাহিকের এক নায়িকার দুই নায়ক! তবে তাদের দুজনের নায়িকা একই হলেও চরিত্র কিন্তু আলাদা আলাদা। স্নেহাশীষ চক্রবর্তী অডিশনে বিশ্বাসী নন, এই কারণেই একাধিক অভিনেতার ছবির মধ্যে থেকে বেছে নিয়েছিলেন ঋষভকে। প্রযোজক জানিয়েছেন, “অনেক ছবি জমা পড়েছিল। তার মধ্যে থেকে ঋষভকে পছন্দ হল। বেশ মিষ্টি দেখতে।” তবে সবেমাত্র একদিনই ছোটপর্দায় দেখানো হয়েছে এই নতুন নায়ককে।
কিন্তু ধারাবাহিকের শুরুতেই নায়িকা ‘জগদ্ধাত্রী’কে নিয়ে কি বললেন ঋষভ? বর্তমানে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের শুটিং চলছে রমরমিয়ে। তবে শুটিংয়ের মাঝেই অবসর সময়ে নতুন ধারাবাহিকের অভিজ্ঞতা নিয়ে একাধিক অনুভূতি প্রকাশ করলেন নায়ক। তাকে প্রশ্ন করা হয়েছিল, “নায়িকা হিসাবে ‘জগদ্ধাত্রী’কে বেশি পছন্দ, না কি ‘দুর্গা’কে?”
এই প্রশ্নের উত্তর দিতে একটুও সময় নষ্ট না করে নায়ক বলেন, “আমার মেয়েকেই বেশি পছন্দ। বাস্তবেও ‘দুর্গা’র মতো মেয়েরা মনের দিক থেকে ভাল মানুষ হন।” অর্থাৎ নায়ক ঋষভ যে গল্পের মধ্যে থাকা নিজের নায়িকাকেই পছন্দ করছেন তা বলাইবাহুল্য। যদিও দিন-চারেকের অভিনয়, অভিজ্ঞতার মধ্যেই অভিনেত্রী অঙ্কিতা যে তাকে আপন করে নিয়েছেন, এই বিষয়েও অবাধে জানিয়েছেন নায়ক।
এই সমস্ত কথোপকথনের মাঝেই আসে রোমান্টিক দৃশ্যের কথা। আর তখনই জোরে হেসে অভিনেতা এক মোক্ষম জবাব দেন। ঋষভ জানান, ধারাবাহিকের দৃশ্য অনুসারে তিনি শিল্পী মনের মানুষ, গানবাজনা নিয়ে থাকেন, বর্তমানে সেই ধরনের দৃশ্যই অভিনয় করতে হচ্ছে। এখনও পর্যন্ত প্রেমের দৃশ্য আসেনি। এরপরেই একটু থেমে অভিনেতা বলেন, “বাস্তবে অঙ্কিতাও ভাল মনের মেয়ে। মনে হয় রোমান্টিক দৃশ্যে অভিনয়ে খুব সমস্যা হবে না।”
পাশাপাশি পর্দার হবু শ্বশুর অর্থাৎ ‘স্বয়ম্ভূ’কে নিয়ে প্রশ্ন করা হলে ঋষভ জানান, বাস্তবে খুবই আন্তরিক সৌম্যদীপ। অর্থাৎ পর্দার পুলিশ অফিসার অফস্ক্রীনা একেবারেই অন্য মানুষ। সময়ের সাথে সাথে ‘জগদ্ধাত্রী’ পরিবারের সঙ্গে সহজেই মিশে যাচ্ছেন নতুন সদস্য ঋষভ। আগামী দিনেও যে তাঁকে নিয়ে একাধিক মনোরঞ্জনকর দৃশ্য আসবে, সেই নিয়েও আশাবাদী ভক্তরা।