Jeetu-Ditipriya:সবরকম বিবাদ-ঝগড়ার ইতি! অবশেষে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার এক হল জিতু-দিতিপ্রিয়া। স্বস্তির নিঃশ্বাস ফেললেন দর্শক
‘আর্য’র সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলেন ‘অপর্ণা’। বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ রেষারেষি শুরু হয়েছিল জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে। অভিনেত্রী অভিযোগ ছিল তাঁকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছেন সহঅভিনেতা জিতু কমল। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই অভিনেত্রী। পাল্টা জবাব দিয়েছেন জিতুও। দিতিপ্রিয়ার সঙ্গে যাবতীয় কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন তিনি। এইসব কারণে পরস্পরের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়ে ছিল তাঁদের। এর প্রভাব পড়েছিল ধারাবাহিকেও। কয়েকদিন ধরে চলতে থাকা জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে ভার্চুয়াল এই বিবাদের সাক্ষী থেকে গেলেন দর্শক ও নেট নাগরিকরা।
আরও পড়ুন:Jeetu-Ditipriya-Kinjal:জিতু-দিতিপ্রিয়া বিতর্কে মুখ খুললেন অভিনেতা কিঞ্জল নন্দ
সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পাতায় অভিনেতা লেখেন,ময়দান ছেড়ে চলে যাওয়ার মানুষ তিনি নন। যে দোষারোপ তাঁকে দেওয়া হয়েছে তার জন্য তিনি কাজ ছেড়ে দেবেন না। তাঁর কাছে কর্মজীবন ও ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা। অভিনেতার এহেন পোস্টেই কি মত বদল অভিনেত্রীর? দিতিপ্রিয়া ফেসবুকে লেখেন,”প্রোডাকশন হাউসের সহযোগিতায় সহ-অভিনেতার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলাম।” প্রত্যুত্তরে অভিনেতাও নিজের সমাজ মাধ্যমের পাতায় সেই পোস্টটি শেয়ার করে লেখেন,”আমার সহ-অভিনেত্রী ছোট,আজও আমার স্নেহের পাত্রী।
আমিও আর এইসব মনে রাখলাম না।
তোমার ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভ কামনা।
I am the best,
Ufffs,we are the best”
সমস্ত মনোমালিন্য ও ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও যে তাঁরা কাজে ফিরেছেন তা দেখে বেশ খুশি দর্শকমহল।